IMD Cold Wave Alert: বৃষ্টি ভুলে যান...! হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গ! কী সতর্কতা দক্ষিণে? বিরাট আপডেট দিল আলিপুর
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Cold Wave Alert: আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ।
advertisement
1/6

o সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোরা উত্তরবঙ্গের আকাশ হালকা ফুরফুরে ঠান্ডা হাওয়া সঙ্গে শীতের আমেজ। বৃষ্টিকে টাটা বাই বাই করে আপাতত উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই।
advertisement
2/6
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই শীতের আমেজ তবে এখন শুধু জাকিয়ে শীতের অপেক্ষা। ইতিমধ্যেই শৈল শহর জুড়ে শীতের আমেজ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
3/6
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাবিশেষকায় জমজমাটি শীত। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড়।
advertisement
4/6
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ।
advertisement
5/6
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গ।
advertisement
6/6
কলকাতাতে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। এদিন বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ হলেও রাতের দিকে পরিষ্কার আকাশ হয়ে যাবে। সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা হতে পারে।