IMD Bengal Weather Update: রাত পোহালেই আবহাওয়ার ভোলবদল...! নাজেহাল গরমে অতিষ্ট পাহাড় থেকে সমতল! আরও বাড়বে গরম?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
IMD Bengal Weather Update: বসন্তেই গ্রীষ্মের আগমন! পাহাড় থেকে সমতলে নাজেহাল গরমে ঘাম ঝরছে উত্তর বঙ্গবাসীর! সোয়েটার জ্যাকেট ফেলে গায়ে জড়িয়েছে পাতলা সুতির জামা।
advertisement
1/5

বসন্তের মাঝেই তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী।পাহাড় থেকে সমতল সূর্যের তাপে নাজেহাল গরম। তার মধ্যেই দার্জিলিংয়ে তাপমাত্রা ২৫ ছুঁয়েছে অন্যদিকে সমতলে ৩০ ডিগ্রি পাড়। শীত বৃষ্টিকে বিদায় জানিয়ে এবার উত্তরে গ্রীষ্মের আগমন।
advertisement
2/5
বুধবার সকাল থেকেই শৈলশহরে রোদের ঝলকানি গরমে নাজেহাল অবস্থা সমতলে। ঝলসানো গরমে নাভিশ্বাস দশা। শুক্রবারের পর থেকে পাহাড় থেকে সমতল ফের ভোল পাল্টাবে আবহাওয়া ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। আবহাওয়ার বারে বারে মুড সুইংয়ে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীতের দাপট। দিনের সঙ্গে সঙ্গে পারদ আরও বাড়বে। বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। সমতলের পাশাপাশি পাহাড়েও চোখ রাঙাচ্ছে সূর্য।
advertisement
4/5
আই এম ডি এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন ঝলমলে রোদে ঢাকা থাকবে পাহাড় থেকে সমতল। সমতলের পাশাপাশি উত্তরের পার্বত্য এলাকাগুলিতেও হুড়মড়িয়ে বাড়ছে তাপমাত্রা। এ যেন বসন্তেই গ্রীষ্মের আগমন।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে মাথার উপরে থাকবে সূর্য, প্রখর তাপে ঘাম ঝরবে উত্তরবঙ্গবাসীর। শুক্রবারের পর থেকে প্রত্যেকটি জেলায় ফের বৃষ্টির আশঙ্কা তারপরেই ধীরে ধীরে বাড়বে পারদ।