Extramarital Affair: স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে চুটিয়ে প্রেম! প্রতিবাদ করতেই স্বামী হাতে তুলল ধারালো অস্ত্র, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Extramarital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত স্বামী, প্রতিবাদী স্ত্রীকে ধারালো অস্ত্রের মালদহে...
advertisement
1/5

#মালদহ: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা । অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । পুরাতন মালদা থানার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকার ঘটনা। আহত গৃহবধূ সান্ত্বনা কর্মকার (৩০) মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
2/5
জানা গিয়েছে , পাঁচ বছর আগে ভালোবাসার সম্পর্কে ওই মহিলার বিয়ে হয় । কিন্তু , বিয়ের পর থেকেই একাধিক মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক রয়েছে বলে স্ত্রী জানতে পারেন বলে দাবি । এ নিয়ে স্বামী - স্ত্রী মধ্যে মাঝে মধ্যেই গণ্ডগোল বেঁধে থাকত। ভোররাতে অন্য মহিলার সঙ্গে তাঁর স্বামীকে হাতেনাতে ধরে ওই গৃহবধূ বলে অভিযোগ।
advertisement
3/5
প্রতিবাদ করতে গেলেই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে স্বামী । প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।
advertisement
4/5
বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই গৃহবধূ । গৃহবধুর পরিবারের তরফে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ ।ধারালো অস্ত্রের কোপে মাথায় আঘাত পান ওই মহিলা । মাথায় একাধিক সেলাইও পড়ে । তবে হামলা সত্ত্বেও প্রতিবাদ করতে পিছু পা হননি তিনি ।
advertisement
5/5
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন , ভালোবাসা করে বিয়ে করেছিলাম । গত কয়েক বছরে একাধিক বিয়ে করেছেন স্বামী । বিবাহ বর্হিভূত সম্পর্ক জানতে পেরে হাতেনাতে ধরতে যায় । সেই সময় আমার ওপরে ইট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় । পুরাতন মালদা থানায় অভিযোগ জানিয়েছি , আশা করি সুবিচার পাবো । স্বামীর দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি করেন তিনি। Input-Sebak DebSarma