চা বাগানে লুকিয়ে ছিল সাক্ষাৎ মৃত্যুদূত! গোটা পাড়া দেখে থ, দেখতে জমে গেল ভিড়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Python- বীরপাড়া চা বাগানের আউট ডিভিশন থেকে উদ্ধার হল একটি বিরাট আকারের পাইথন। বনকর্মীরা জানিয়েছেন, এটি একটি বার্মিজ পাইথন। ১০ ফুট লম্বা সেটির উচ্চতা।
advertisement
1/5

বীরপাড়া চা বাগান থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি পাইথন। এই পাইথনটি দেখতে ভিড় জমে যায় এলাকায়। পাইথনটি ১০ ফুট লম্বা বলে জানা যায়।
advertisement
2/5
এদিন সকালে এই পাইথনটিকে প্রথম দেখা গিয়েছিল চা পাতা ওজন ঘরের সামনে থেকে। সেখানে কিছু শ্রমিক কালো লম্বা এই পাইথনটি দেখেছিলেন। ওই শ্রমিকদের দেখে তেড়ে আসছিল পাইথন।
advertisement
3/5
এর পর চা বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান চা বাগানের শ্রমিকরা। খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জ অফিসে। এখান থেকে বনকর্মীরা এসে পাইথনটি ধরতে রীতিমত নাকানি চোবানি খান। কিছুতেই ধরা যাচ্ছিল না পাইথনটিকে।
advertisement
4/5
পাইথন ধরতে এসেছিলেন প্রথমে তিনজন বনকর্মী। পরিস্থিতি বেগতিক দেখে আরও তিনজন বনকর্মীকে ডেকে পাঠানো হয়। অবশেষে পাইথনটি ধরতে সক্ষম হন বনকর্মীরা। সেটিকে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হবে।
advertisement
5/5
এলাকায় এর আগে এত বড় পাইথন আগে দেখা যায়নি বলে জানা যায়। এটি একটি বার্মিজ পাইথন। সামনাসামনি কোনও নদীর থেকে এলাকায় সেটি এসেছে বলে অনুমান বনকর্মীদের।