Darjeeling: বড়দিনে দার্জিলিংয়ে ঠাসা ভিড়, হঠাৎ পুলিশি হানায় যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Darjeeling: দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানান, ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের মাথাদের খুঁজে বের করা হবে।
advertisement
1/5

বড়দিনের আগে বড় সাফল্য দার্জিলিং পুলিশের। প্রায় কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২! ধৃতদের মধ্যে ১ জন মহিলা। খড়িবাড়ি থানার পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ব্রাউন সুগার।
advertisement
2/5
প্রথমে ১জনকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করেই মহিলার খোঁজ পায় পুলিশ। মালদা থেকে মহিলাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ২ কেজি ব্রাউন সুগার! ধৃতদের আজ আদালতে তোলা হবে। দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানান, ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের মাথাদের খুঁজে বের করা হবে।
advertisement
3/5
সম্প্রতি কাঁকসা থানা এগারো মাইলের কাছে ২৬০ গ্রাম ব্রাউন সুগার-সহ স্থানীয় এক জনকে গ্রেফতার করে। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, ওই মাদক উত্তরবঙ্গ থেকে আনা হয়েছিল।
advertisement
4/5
পুলিশকর্তাদের একাংশের মতে, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী অন্যতম প্রধান সড়ক পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক এবং কলকাতা-দিল্লি ২ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী জায়গা হল পানাগড়ের দার্জিলিং মোড়। এখান থেকে রাজ্যের নানা প্রান্তে তথা ভিন্-রাজ্যে ছড়িয়ে পড়তে সুবিধা হয় পাচারকারীদের।
advertisement
5/5
সেই কারণেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মাদক পাচারে রাজ্য সড়কের বীরভূমের ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমানের পানাগড় পর্যন্ত এলাকাকে ‘করিডর’ হিসাবে ব্যবহার করে থাকতে পারে পাচারকারীরা।