Cleaning Tips: ঘরে থাকবে না একটাও মাকড়সা! জলের সঙ্গে মেশান শুধু জিনিস! আর চিন্তা থাকবে না
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Cleaning Tips: ঘর পরিষ্কার রাখার পরেও যদি মাকড়সার জাল দেখা যায়, তাহলে জলে বেকিং সোডা দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ঘরের দেয়ালে এটি স্প্রে করলে মাকড়সার জাল তৈরি বন্ধ হয়ে যাবে।
advertisement
1/6

ঘর পরিষ্কার রাখার পরেও যদি মাকড়সার জাল দেখা যায়, তাহলে জলে বেকিং সোডা দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ঘরের দেয়ালে এটি স্প্রে করলে মাকড়সার জাল তৈরি বন্ধ হয়ে যাবে।
advertisement
2/6
ঘরের দেওয়াল, সোফা বা ফাটল যাই হোক না কেন, মাকড়সার জাল স বসময় তৈরি হয়। তামাক এবং লেবুর রস একসঙ্গে জলে মিশিয়ে নিন। ঘরের ড্রয়ার, দেয়াল এবং সোফার মতো জায়গায় এই দ্রবণ স্প্রে করলে মাকড়সার জাল তৈরি বন্ধ হবে।
advertisement
3/6
কখনও কখনও পর্দার উপরও মাকড়সার জাল দেখা যায়।এমন পরিস্থিতিতে রসুন গুঁড়ো করে, জলের সঙ্গে মিশিয়ে দ্রবণ তৈরি করুন। এটি স্প্রে করলে মাকড়সার জাল তৈরি বন্ধ হবে।
advertisement
4/6
ইউক্যালিপটাস তেল ঘরে মাকড়সার জালের সমস্যা থেকে মুক্তি দেয়। একটি স্প্রে বোতলে ইউক্যালিপটাস ভরে রাখুন। বিভিন্ন স্থানে স্প্রে করে আপনি মাকড়সার জালের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
5/6
প্রতিদিন পরিষ্কার করার পরেও যদি মাকড়সার জাল দেখা দেয়, তা হলে সাদা ভিনিগার এবং নুনের োদ্রবণ তৈরি করে স্প্রে করুন। এটি মাকড়সার জাল তৈরি হওয়াও বন্ধ করবে।
advertisement
6/6
মাকড়সার জালের সমস্যা থেকে মুক্তি পেতে হলে পুদিনা তেলের একটি স্প্রে তৈরি করুন। মাঝে মাঝে এটি স্প্রে করতে থাকুন। এটি মাকড়সার জাল তৈরি হওয়া বন্ধ করবে।