TRENDING:

Husband Wife and Lover: ‘না এলে কিন্তু আমায় জীবিত দেখতে পাবে না’- স্বামী না থাকলেই লাভারকে ডেকে নিত ঘরের বউ, তারপর একদিন

Last Updated:
Husband Wife and Lover: পরকীয়ায় মত্ত গৃহবধূ! দীর্ঘ সাত মাস ধরে পরকীয়ায় লিপ্ত ছিল তাঁরা। স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রেমিক...
advertisement
1/5
‘না এলে কিন্তু আমায় জীবিত দেখতে পাবে না’-স্বামী না থাকলেই লাভারকে ডেকে নিত ঘরের বউ,তারপর
শীতলকুচি: বর্তমান সময়ে পরকীয়ার ঘটনা সাধারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময়ে পরকীয়ার ঘটনা সামনে উঠে আসে। তবে এবার সেই পরকীয়া প্রেমের ঘটনায় চাপের মুখে প্রেমিক। প্রেমিকার ডাকে সারা দিয়ে প্রেমিকার বাড়িতে যেতেই ঘটল অবাক করা ঘটনা। স্থানীয়রা হাতেনাতে পাকড়াও করল প্রেমিক যুবকে। এরপর প্রেমিক যুবককে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের মিরাপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। Photo- Representative (Meta AI)
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা যায়, "শীতলকুচির মিরাপাড়া এলাকার এক গৃহবধূ বনশ্রী বর্মন দীর্ঘদিন বিহারের একটি ইটভাটায় কাজ করত। সেই সময় বিহারে কাজ করতে যাওয়া এক শীতলকুচির যুবকের সঙ্গে বনশ্রীর বিবাহ হয়। বিয়ের পর একটি সন্তান হয় তাঁদের। এরপর বিহার থেকে স্বামীর বাড়িতে ফিরে আসে বনশ্রী। Photo- Representative (Meta AI)
advertisement
3/5
এরপরেই শীতলকুচি বাজারে এক দোকানে দুলাল বর্মণ সঙ্গে দেখা হয় তাঁর। নানা আলাপচারিতার মধ্য দিয়ে বনশ্রী ও দুলালের প্রেমের সূত্রপাত হয়। দীর্ঘ সাত মাস ধরে পরকীয়ায় লিপ্ত ছিল তাঁরা। স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রেমিক দুলালকে বাড়িতে ডাকত সে। তবে এদিন দুলাল বর্মণ বনশ্রীর বাড়িতে যেতেই স্থানীয়রা আটক করে তাঁকে। করা হয় মারধর। এরপর প্রেমিক যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।" Photo- Representative (Meta AI)
advertisement
4/5
যদিও এই বিষয়ে প্রেমিক দুলাল বর্মন জানান, দুই দিন ধরে বনশ্রী তাঁকে ফোন করে তাঁর বাড়িতে ডাকত। তবে আজ বনশ্রী আত্মহত্যা করবার হুমকি দিয়ে তাঁকে বাড়িতে আসতে বাধ্য করে। তাই সে দেখা করতে এসেছিল।  Photo- Representative
advertisement
5/5
শীতলকুচি থানা সূত্রে জানতে পারা গিয়েছে, প্রেমের টানে প্রেমিকা গৃহবধূর কাছে ছুটে আসেন এক প্রেমিক। এরপর স্থানীয়রা গণধোলাইয়ের দেন তাঁকে। এরপর পুলিশের কাছে খবর এল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রেমিক যুবককে আটক করে। এলাকার এক গৃহবধূর এই ধরনের কর্মকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। Input-  Sarthak Pandit
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Husband Wife and Lover: ‘না এলে কিন্তু আমায় জীবিত দেখতে পাবে না’- স্বামী না থাকলেই লাভারকে ডেকে নিত ঘরের বউ, তারপর একদিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল