Hotel Room: হোটেলের টপ ফ্লোরের ঘরে প্রেমিকের সঙ্গে ভালবাসায় জড়িয়ে স্ত্রী! হঠাৎ হাজির স্বামী, 'কট রেড হ্যান্ডেড'! তারপর?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Hotel Room: হোটেলের ঘর ভাড়া করে ভালবাসায় জড়িয়ে ছিলেন প্রেমিকা ও তাঁর প্রেমিক, হঠাৎ স্বামী এসে ধরতেই জানালা ভেঙে লাফিয়ে পালাল প্রেমিক। কোথায় ঘটল এমন?
advertisement
1/8

হোটেলের টপ ফ্লোরে ঘর ভাড়া করে ভালবাসায় জড়িয়ে ছিলেন প্রেমিকা ও তাঁর প্রেমিক, হঠাৎ পুলিশ নিয়ে হোটেলে হানা স্বামীর। দরজা খুলতেই অন্তরঙ্গ মুহূর্তের অবস্থায় জানালা দিয়ে লাফ প্রেমিকের। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল মালদহের কালিয়াচক থানার চৌরঙ্গী সংলগ্ন এলাকায়।
advertisement
2/8
জানা গিয়েছে, হোটেলের উপরতলায় ছোট্ট একটি কুঠির মতো ঘরে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন গৃহবধূ ও তাঁর প্রেমিক। ঘটনাটি জানতে পেরে স্ত্রীকে হাতেনাতে ধরতে পুলিশ নিয়ে হোটেলে হাজির হন স্বামী। (Image Courtesy AI)
advertisement
3/8
এরপর দরজা খুলতেই চোখ কপালে ওঠে স্বামীর। অভিযোগ, হোটেলের ঘরের ভিতরে স্ত্রী ও তাঁর প্রেমিককে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান স্বামী। যদিও পুলিশি তল্লাশির খবর পেয়ে তড়িঘড়ি জানালা দিয়ে পালান গৃহবধূর প্রেমিক। তবে ঘটনায় আটক করা হয়েছে ওই গৃহবধূকে। (Image Courtesy AI)
advertisement
4/8
জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী পুরনো ১৬ মাইল এলাকার বাসিন্দা কালিয়াচক এলাকায় নিজের কোনও একটি কাজে যান। ঠিক সেই সময় তিনি তাঁর স্ত্রীকে রাজনগর এলাকার এক যুবকের সঙ্গে দেখতে পান। (Image Courtesy AI)
advertisement
5/8
এরপর সন্দেহ হতেই তাঁদের পিছনে ধাওয়া করেন স্বামী। হঠাৎই তাঁরা কালিয়াচকের ওই হোটেলে ঢুকে পড়েন। বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী যখন হোটেল থেকে বেরোননি, তখন স্বামী হোটেলের ম্যানেজারের কাছে যান গৃহবধূর খোঁজ করেন। (Image Courtesy AI)
advertisement
6/8
হোটেলের ম্যানেজারের কাছে তিনি রেজিস্টার খাতা দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন হোটেলের ম্যানেজার। এরপরই গৃহবধূর স্বামী দ্রুত চলে যান কালিয়াচক থানায়। এরপর কালিয়াচক থানার মহিলা পুলিশ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা হানা দেন ওই হোটেলের টপ ফ্লোরে। পুলিশি খবর জানতে পেরে জানালা ভেঙে পাইপলাইন দিয়ে পালান গৃহবধূর প্রেমিক। যদিও ঘটনায় অন্তরঙ্গ অবস্থায় পাকড়াও করা হয় ওই গৃহবধূকে। (Image Courtesy AI)
advertisement
7/8
ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, ২ বছর আগে সামাজিক মতে তাঁদের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই স্ত্রীর একাধিক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি আগে জানা ছিল না। বিয়ের প্রায় ছয় মাস পরে সে তার একাধিক প্রেমের বিষয়টি জানতে পারে। এই ধরনের কর্মকাণ্ড করতে বারণ করলে সে তার সঙ্গে অসভ্য আচরণ করে। তাকে বেশ কয়েকটি মিথ্যা মামলাতেও ফাঁসানো হয়। (Image Courtesy AI)
advertisement
8/8
এরপরই ওই গৃহবধূ বাপের বাড়িতে থাকতে শুরু করে। আদালতে ভরণপোষণের মামলা করে সে। এমন অবস্থায় ওই গৃহবধূকে হোটেলে অন্য কারও সঙ্গে দেখতে পেয়ে হোটেলে গিয়ে এর প্রতিবাদ করায় ম্যানেজার তাঁকে তাড়িয়ে দেন। এরপরই বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি জানান তাঁর স্বামী। পুলিশ এসে অর্ধনগ্ন অবস্থায় তাঁর স্ত্রীকে আটক করে। বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হয়েছে বলে জানান ওই গৃহবধূর স্বামী। (রিপোর্টার-- জিএম মোমিন) (Image Courtesy AI)