Tourism: বসন্তের পাহাড় মাদকতায় ভরা! দোলের ছুটিতে ঘুরে আসুন মেঘে ঢাকা কালিম্পংয়ের এই গ্রামে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Holi 2024: পাহাড় এখন বৃষ্টি ভেজা সবুজ। সামনেই হোলি, ছোট্ট ছুটিতে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম রামধুরা।
advertisement
1/6

*মেঘেদের দেশে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে আসুন রামধুরায়। ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরায় প্রকৃতির সঙ্গে বাস করেন দেবতাও। বলা হয় ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নাম। ধুরা অর্থে গ্রাম।
advertisement
2/6
*এখানের শিবের শ্বেতশুভ্র মন্দিরে জল ঢালার জন্য জল আনতে যেতে হয় তিস্তায়। যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করে নিতে হয়। পাহাড়ি পথ ভেঙে উঠতে হয় উপরে।
advertisement
3/6
*সকালে ঘুম থেকে উঠে হোমস্টের জানলা খুললেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা অন্য অনেক জায়গা থেকেই দেখতে পাবেন না। দেখবেন অপূর্ব সেই রূপ। যে রূপের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন ভ্রমণ পিপাসু মানুষ। তাদের জন্য রামধুরা একেবারে আদর্শ জায়গা।
advertisement
4/6
*রামধুরা থেকে একাধিক ট্রেকিং রুট আছে। জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা পথ। চারপাশে কুয়াশার রহস্যময়তা। দূরের জিনিস ভাল করে বোঝা যায় না। আর এটাই ম্যাজিক রামধুরার।
advertisement
5/6
*এখান থেকে কাছেই এই জলসা ভিউ পয়েন্ট। একবার দেখে আসতে পারেন। ১৯৩০ সালের সেই জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন অতীত দিনের ফেলে আসা কথা বলে পর্যটকদের।
advertisement
6/6
*এনজেপি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারেন রামধুরা। তবে শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে এলে খরচ অনেকটাই কম পড়বে। কম খরচে ঘুরে আসতে পারেন রামধুরা।