Holi 2024: পুরনো জামাকাপড় পরে রং খেলার দিন নেই, দেদার বিক্রি দোলের রকমারি পোশাক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পুরনো জামা কাপড় পরে রং খেলার সেই সব দিন আজ আর নেই। এখন নতুন পোশাক পরেই দল ও হোলির আনন্দে মেতে ওঠে সবাই। তাই দেদার বিক্রি হচ্ছে হোলির পোশাক
advertisement
1/6

পুরোনো, ছেঁড়া জামাকাপড় পরে রং খেলার চল পুরানো হয়ে গিয়েছে। ওসব আজ অতীত। এখন ফেস্টিভ মুড মানেই রকমারি নতুন পোশাক। দোলেও লেগেছে তার ছোঁয়া।
advertisement
2/6
জলপাইগুড়ি শহরের বাজার ছেয়েছে রকমারি হোলি ও দোলের পোশাকে৷ বিশেষ করে হ্যাপি হোলি লেখা শাড়ি, কুর্তি, পাঞ্জাবি এবছরের মূল আকর্ষণ৷
advertisement
3/6
হোলি আসতে এখনও হাতে কিছু দিন রয়েছে। তাতে কী! স্টক শেষ হওয়ার আগেই হ্যাপি হোলি লেখা শাড়ি, কূর্তি,পাঞ্জাবি কিনতে হিড়িক পড়ে গিয়েছে বাজারে।
advertisement
4/6
শহরের ডিবিসি রোড থেকে দিনবাজার যাওয়ার পথে প্রায় কম বেশি জামা-কাপড়ের দোকানে ঝুলছে হোলির পোশাক
advertisement
5/6
বিভিন্ন গানের লাইন লেখা টি-শার্টও বিকোচ্ছে দেদার। সেই শার্ট কিনতেও শহরের বাজারে উপচে পড়ছে ভিড়।
advertisement
6/6
১০০ টাকা দরে বিক্রি হচ্ছে টি-শার্ট এবং ২০০ টাকা দরে কুর্তির রমরমা বিক্রি।