TRENDING:

South Dinajpur News: হিলি সীমান্তের শূন্যরেখায় পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, হল সাংস্কৃতিক আদান-প্রদান

Last Updated:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি সীমান্তে ওপার বাংলার সঙ্গে এপার বাংলার মেলবন্ধনে পালিত হয় এই দিনটি। তাই আজও ২১ ফেব্রুয়ারির দিনটিতে আবেগপ্রবণ হয়ে পড়েন বালুরঘাটের প্রবীণদের সঙ্গে নবীন প্রজন্ম।
advertisement
1/6
হিলি সীমান্তের শূন্যরেখায় পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল হিলির আন্তর্জাতিক শূন্যরেখায়। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার বাংলাভাষায় কথা বলা মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান এবং বাংলা ভাষার মহান ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য সীমান্তের শূন্যরেখায় অমর একুশে শহীদদের স্মৃতি উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।
advertisement
2/6
আজকের এই দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষার আয়োজনে এপার বাংলায় ছিলেন “উজ্জীবন সোসাইটি”, তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ ভারত, উত্তরের রোববার, বালুরঘাট, মেঘালয় তুরা করিডোর কমিটি বালুরঘাট, আপনজন সমাজসেবী সংগঠন।
advertisement
3/6
ওপার বাংলার “আমরা মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড” ও “সাপ্তাহিক আলোকিত সীমান্ত” হাকিমপুর, দিনাজপুর বাংলাদেশের এর যৌথ উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণে হিলি আন্তর্জাতিক শূন্যরেখায় অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল।
advertisement
4/6
সকাল দশটায় হিলি সীমান্তে দুই বাংলার মানুষের ভাষাপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। আজকের ভাষা দিবসের অনুষ্ঠানের সূচনায় ভারতীয় প্রতিনিধি এবং বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে পুস্পস্তবক বিনিময়, শহীদদের স্মৃতিতে শহীদ স্মৃতি স্মারক বিনিময় করা হয় শূন্যরেখায়।
advertisement
5/6
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলিতে ভাষা শহীদদের স্মরণে একটি বর্ণাঢ্য রেলি হিলি শহর পরিক্রমা করে। একুশের এই বিশেষ দিনে শূন্যরেখায় গান কবিতা বক্তব্যে আজকের এই বিশেষ দিন উদযাপন হয়।
advertisement
6/6
উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস বলেন, বিগত পনেরো বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সীমান্তের শূন্যরেখায় অনুষ্ঠিত হয়। আজকেও পালিত হল অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আগামীতেও এমন আয়োজন করা হবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
South Dinajpur News: হিলি সীমান্তের শূন্যরেখায় পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, হল সাংস্কৃতিক আদান-প্রদান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল