TRENDING:

Helicopter Ride In Darjeeling: দার্জিলিং এবার আরও দারুণ, আকাশে উড়ে উড়ে পাহাড় দেখুন, হেলিকপ্টার চালু হল বলে...

Last Updated:
Helicopter Ride In Darjeeling: আকাশ পথে পাহাড়, দার্জিলিঙে হেলিকপ্টার ভ্রমণের স্বপ্ন এখন হাতের নাগালে
advertisement
1/5
দার্জিলিং এবার আরও দারুণ, আকাশে উড়ে উড়ে পাহাড় দেখুন, হেলিকপ্টার চালু হল বলে...
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : শীতের রোদের আলো যখন পাহাড়ের গায়ে সোনালি ছোঁয়া দেয়, নিচে মেঘের সাগর, আর দূরে তুষারঢাকা কাঞ্চনজঙ্ঘা, ভাবুন তো, এই দৃশ্য যদি দেখতে পান আকাশ থেকে! চারপাশে পাহাড়, বাঁকে বাঁকে সবুজের শিখর, আর আপনার পায়ের নিচে রঙিন শহর দার্জিলিং ও মিরিক, মনে হবে যেন স্বপ্নের মধ্যে ভেসে যাচ্ছেন।
advertisement
2/5
এই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। রাজ্য সরকার ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) একসঙ্গে উদ্যোগ নিয়েছে পাহাড়ে হেলিকপ্টার পরিষেবা চালুর। মিরিকে ইতিমধ্যেই হেলিপ্যাড রয়েছে, ১৯৯১ সালে রাষ্ট্রপতি আর. ভেঙ্কটরামনের সফরে তৈরি। বহু বছর অব্যবহৃত থাকার পর ২০২২ সালে সেটিকে নতুন রূপ দেওয়া হয় এবং হেলিকপ্টার মহড়াও হয়েছিল। এবার দার্জিলিং থেকে কিছুটা দূরে ধোতরে-তে হেলিপোর্ট নির্মাণের কাজ শুরু হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
পরিকল্পনা অনুযায়ী, এটি হবে আধুনিক হেলিপোর্ট, যেখানে একাধিক হেলিকপ্টার ওঠানামা করতে পারবে, থাকবে হোটেল, ক্যাফেটেরিয়া, আর পর্যটকদের জন্য অন্যান্য সুবিধা। এখান থেকেই মিলবে দার্জিলিং, মিরিক, সান্দাকফু এমনকি ভারত, নেপাল সীমান্ত আকাশ পথে ঘুরে দেখার সুযোগ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
সিকিমে দীর্ঘদিন ধরেই হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের কাছে জনপ্রিয়। বাগডোগরা থেকে গ্যাংটক কিংবা আকাশ পথে সিকিম দর্শনের জন্য সেখানে মাসখানেক আগে থেকেই বুকিং লেগে যায়। পর্যটন ব্যবসায়ীদের মতে, দার্জিলিঙে এই পরিষেবা চালু হলে পাহাড়ি পর্যটনের মানচিত্রে আসবে নতুন মাত্রা, বাড়বে দেশি-বিদেশি পর্যটকের ভিড়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সম্ভবত খুব শীঘ্রই, সড়কের বাঁক পেরিয়ে নয়, বরং মেঘের ফাঁক গলে, আকাশ পথে দেখবেন পাহাড়ের শোভা। স্বপ্ন আর দূরে নেই, শুধু অপেক্ষা প্রথম হেলিকপ্টারের পাখা মেলার।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Helicopter Ride In Darjeeling: দার্জিলিং এবার আরও দারুণ, আকাশে উড়ে উড়ে পাহাড় দেখুন, হেলিকপ্টার চালু হল বলে...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল