Sandakphu-Sikkim Snowfall: কলকাতায় হাঁসফাঁস গরম, সান্দাকফু ঢাকল সাদা বরফে, সিকিমে আটকে গেল রাস্তা! রইল ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
Sandakphu-Sikkim Snowfall: গতকাল রাত থেকেই উত্তরজুড়ে তুষারপাত। এই মূহূর্তে যারা দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছেন, বরফ পড়ার খবর শুনেই সান্দাক ফু মুখী পর্যটকেরা। অসময়ে বরফের জেরে খুশি পর্যটন ব্যবসায়ীরাও।
advertisement
1/6

মরশুমের প্রথম তুষারপাত সান্দাক ফু-তে। বরফে ঢাকল উত্তরবঙ্গের বিস্তর প্রান্তর। সাদা বরফের পুরু চাদরে ঢাকা চারপাশ। একই রকমের স্বর্গীয় চেহারা দেখা গিয়েছে সিকিমের কয়েকটি অংশে। (Reporter: Partha Pratim Sarkar)
advertisement
2/6
সান্দাক ফু-তেতাপমাত্রাও এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা সকাল থেকে সান্দাক ফু-র দিকে ছুটেছেন বরফ দেখতে৷ (Reporter: Partha Pratim Sarkar)
advertisement
3/6
তুষারপাত শুরু হয়েছে উত্তর ও পূর্ব সিকিমেও। উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু লেক বরফে ঢাকা। ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটকদের জন্য নির্দেশিকা জারি। (Reporter: Partha Pratim Sarkar)
advertisement
4/6
জানা গিয়েছে, ছাঙ্গু লেক এবং নাথুলা পাস যাওয়ার আগের ১৫ মাইল রাস্তা পুরু বরফে ঢেকে যাওয়ার ফলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। যাতে কোনও ভাবে বিপদে না পড়েন সফরপ্রেমীরা। (Reporter: Partha Pratim Sarkar)
advertisement
5/6
গতকাল রাত থেকেই উত্তরজুড়ে তুষারপাত। এই মূহূর্তে যারা দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছেন, বরফ পড়ার খবর শুনেই সান্দাক ফু মুখী পর্যটকেরা। অসময়ে বরফের জেরে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারির পর আবারও ফেব্রুয়ারিতে তুষারপাত সান্দাক ফু-তে। (Reporter: Partha Pratim Sarkar)
advertisement
6/6
একদিকে হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় আর দিন কয়েকের মধ্যে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় পারদ চড়বে। গরমে হাঁসফাঁস করতে হবে। তারই মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমের এই সমস্ত দৃশ্য যেন প্রাণ মন জুড়িয়ে দিচ্ছে। (Reporter: Partha Pratim Sarkar)