Sikkim Snowfall: বরফ, বরফ, শুধুই বরফ...! তুষারের চাদরে ঢাকল সিকিম, এই অবস্থা চলবে কতদিন? জানুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sikkim Snowfall: উওর সিকিমের সকাল থেকে তাপমাত্রা -৫ থেকে ৭° সেলসিয়াস এবং বেশিরভাগ এলাকা তুষারপাতের চাদরে ঢাকা।
advertisement
1/5

*সমতলে আকাশ মেঘলা, উত্তর সিকিমে চলছে ভারী তুষারপাত।
advertisement
2/5
*সকাল থেকে উত্তরবঙ্গের সমতলের আকাশ ঢেকেছে কালো মেঘে। শিলিগুড়ি-সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
advertisement
3/5
*আবহাওয়া দফতর সূত্র যেমনটা জানানো হয়েছিল পাহাড়ের বিভিন্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেই ছবি উঠে এল উত্তর সিকিম থেকে। একদিকে যেমন সমতলে বৃষ্টি শুরু হয়েছে তেমনই সিকিমের বিভিন্ন জায়গায় সকাল থেকেই ভারী তুষারপাত শুরু হয়েছে।
advertisement
4/5
*উওর সিকিমের সকাল থেকে তাপমাত্রা -৫ থেকে ৭° সেলসিয়াস এবং বেশিরভাগ এলাকা তুষারপাতের চাদরে ঢাকা।
advertisement
5/5
*বসন্তের হালকা বাতাসে তুষারপাতের আমেজ দিতে পর্যটকদের ঢল সিকিমের। সকাল থেকেই সাদা চাদরে ঢেকে পড়েছে সিকিমের বিভিন্ন এলাকা, এতেই খুশি পর্যটকরা।