Siliguri News: নবমীর দুপুরেই তুমুল ঝড়বৃষ্টি! রাস্তায় বিরাট ধস, সেবকের কাছে আটকে যানবাহন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri News: শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষ এখন প্রস্তুত ঝড়বৃষ্টির জন্য। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিন সতর্ক থাকা আবশ্যক।
advertisement
1/6

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : নবমীর সকালে শহরের আকাশ ভারী মেঘে ঢাকা থাকতেই বেলা বারোটা নাগাদ শিলিগুড়িতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাত চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও বৃষ্টি প্রবল আকার নেয়।
advertisement
2/6
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে নবমী থেকে দশমী পর্যন্ত বঙ্গোপসাগরে অস্থিরতা বাড়ছে। দক্ষিণবঙ্গে বিশেষত দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
এই বৃষ্টির ফলে শিলিগুড়ি থেকে কিছুটা দূরে সেবকের বাগপুলের কাছে ধস নামে। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ ধসের কারণে যানবাহন আটকে পড়ে। দুর্ঘটনার আশঙ্কা থাকায় যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। পুজোর মৌসুমে সাময়িকভাবে বন্ধ হয়েছে বাংলা-সিকিম লাইফ লাইন। ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
স্থানীয়রা সতর্ক করে বলছেন, “বৃষ্টি ও ধসের কারণে নিরাপত্তা বজায় রাখা খুব জরুরি। সবাই প্রশাসনের নির্দেশনা মেনে চলুক।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষ এখন প্রস্তুত ঝড়-বৃষ্টির জন্য। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিনে সতর্ক থাকা আবশ্যক।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য