Darjeeling Road Closed: উত্তরবঙ্গ বিপর্যস্ত প্রবল বর্ষণে! শিলিগুড়ি-দার্জিলিং-কালিম্পংয়ের কোন রাস্তা খোলা, কোনটা বন্ধ? দেখে নিন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Road Closed: দুধিয়া ব্রিজ ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। রোহিণী রোডে ধস নামায় শিলিগুড়ি–দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) তিস্তার জলে প্লাবিত ও ধসে আচ্ছন্ন, ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং-এর সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ। দার্জিলিং–কালিম্পং রোডেও ধস নামায় আপাতত বন্ধ যোগাযোগ।
advertisement
1/5

*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে তৈরি হয়েছে বিপর্যয়ের পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ির সঙ্গে একাধিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে ধস ও নদীর জলবৃদ্ধির কারণে। পর্যটকদের দুর্ভোগ চরমে, যদিও প্রশাসন বিকল্প পথ খুঁজে বার করে চলছে যাতায়াত স্বাভাবিক রাখার চেষ্টা।
advertisement
2/5
*কোন কোন রাস্তা বন্ধ? দুধিয়া ব্রিজ ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। রোহিণী রোডে ধস নামায় শিলিগুড়ি–দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) তিস্তার জলে প্লাবিত ও ধসে আচ্ছন্ন, ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং-এর সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ। দার্জিলিং–কালিম্পং রোডেও ধস নামায় আপাতত বন্ধ যোগাযোগ।
advertisement
3/5
*কোন রাস্তা খোলা? পাঙ্খাবাড়ি রোড এখনও পর্যন্ত খোলা এবং বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দার্জিলিং থেকে মংপু হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা চালু আছে। গরুবাথান–লাভা রোড ধস সরিয়ে এখন চলাচলের উপযোগী। শিলিগুড়ি–কালিম্পং পানবু রোডও বর্তমানে খোলা।
advertisement
4/5
*দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় নল–পটং–লোহাগড় রুটে ঘুরিয়ে মিরিক ও সৌরেণী এলাকার পর্যটকদের শিলিগুড়িতে ফিরিয়ে আনা হচ্ছে। হিলকার্ট রোডে ধস সরানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, দ্রুত পুনরায় যোগাযোগ চালু করার চেষ্টা করছে প্রশাসন।
advertisement
5/5
*পর্যটকদের উদ্দেশে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া ও সড়ক পরিস্থিতির হালনাগাদ তথ্য দেখে তারপরই পাহাড়মুখী হতে। ভারী বৃষ্টির কারণে নতুন করে ধসের সম্ভাবনাও রয়েছে, তাই সতর্ক থাকা জরুরি সকলকে।