IMD Latest Rain Forecast|| শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা জারি, এই মুহূর্তে কী পরিস্থিতি? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Heavy rain with thunderstorm hailstorm forecast: ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/5

*লাগাতার ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রতিবেদন ও ছবিঃ অনির্বাণ রায়।
advertisement
2/5
*তবে আগামী ৩ দিন পাহাড়ে ঝড়ের গতি এবং শিলাবৃষ্টির পরিধি বৃদ্ধির পাশাপাশি পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগরের ওপর বিপরীত দুই ঘূর্ণাবর্তের মিলন বা সংঘাত ঘটার সম্ভাবনা দেখা দিয়েছিল কয়েকদিন ধরেই। আর তার জেরেই বুধবার থেকে সমতলে শুরু হয়েছে বৃষ্টিপাত।
advertisement
3/5
*আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বলেন, ‘মূলত পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা গত কয়েকদিন ধরেই সক্রিয় রয়েছে। তার মধ্যে বিপরীতধর্মী দুটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়ার যা গতিপ্রকৃতি, তাতে আগামী কয়েক দিন পরিস্থিতি তেমন বদল ঘটবে না, বরং দিনের তাপমাত্রা অনেকটা কমবে।'
advertisement
4/5
*কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শুক্রবার থেকে তার দাপট কিছুটা কমতে পারে। তবে উত্তরের জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা।
advertisement
5/5
*বৃষ্টির পর থেকেই তাপমাত্রার আমূল পরিবর্তন ঘটেছে । তুষারপাত হয়েছে সান্দাকফু এবং সংলগ্ন এলাকায়, যা অব্যাহত ছিল বেশটা কিছু সময় ধরে। ভারী ধরনের তুষারপাত হয়েছে ছাঙ্গু লেক-সহ সিকিমের বেশ কয়েকটি এলাকায়। আগামী দু তিন দিন যার রেশ থাকবে পাহাড়ে।