TRENDING:

Alipurduar: আশঙ্কাই সত্যি হল! রুদ্ধশ্বাস তোর্ষা ভেঙে দিল 'এই' চা বাগানের বাঁধ, হু হু করে ঢুকছে জল, দেখুন কী ভয়ানক পরিস্থিতি

Last Updated:
Heavy Rain in Alipurduar: ফের বিপদের মুখে সুভাষিনী চা বাগান। তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রায় পঞ্চাশ মিটার বাঁধ ভেঙে জল প্রবেশ করল বাগানে। প্লাবন দেখা দিয়েছে সংলগ্ন এলাকাতে। তোর্ষার জল চা বাগানের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে। 
advertisement
1/5
আশঙ্কাই সত্যি হল! রুদ্ধশ্বাস তোর্ষা ভেঙে দিল 'এই' চা বাগানের বাঁধ, হু হু করে ঢুকছে জল
ফের বিপদের মুখে সুভাষিনী চা বাগান। তোর্ষা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রায় পঞ্চাশ মিটার বাঁধ ভেঙে জল প্রবেশ করল বাগানে। প্লাবন দেখা দিয়েছে সংলগ্ন এলাকাতে। তোর্ষার জল চা বাগানের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
যদিও যে অংশে বাঁধ ভেঙেছে সেখানে কোনও শ্রমিক মহল্লা বা ঘন জনবসতি নেই। কিন্তু বিপাকে বাগানের চা গাছ ও চাষের জমি। ইতিমধ্যে নদীর জল বাগানের ভিতরে ঢুকে পড়ে চা গাছের বহু জায়গায় ক্ষতি করছে।
advertisement
3/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর একই জায়গায় বাঁধ ভেঙে গিয়েছিল। তখন জল প্রবেশ করেছিল চা বাগানের ভিতরে। পরে প্রশাসনের উদ্যোগে অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছিল। গতকাল রাতে সেই অস্থায়ী বাঁধের প্রায় পঞ্চাশ মিটার অংশ ভেঙে পড়ে। ফলে ফের আশঙ্কা দেখা দিয়েছে বাগানের পরিকাঠামো ও চা উৎপাদনের উপর।
advertisement
4/5
চা বাগানের কর্মীরা জানিয়েছেন, যদিও এখনও পর্যন্ত শ্রমিক মহল্লায় জল প্রবেশ করেনি। তবুও যদি দ্রুত মেরামতির কাজ শুরু না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
advertisement
5/5
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পরিস্থিতির খবর নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং চা বাগান কর্তৃপক্ষের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা না হলে প্রতি বর্ষাতেই একই সমস্যা ফিরে আসবে। (অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alipurduar: আশঙ্কাই সত্যি হল! রুদ্ধশ্বাস তোর্ষা ভেঙে দিল 'এই' চা বাগানের বাঁধ, হু হু করে ঢুকছে জল, দেখুন কী ভয়ানক পরিস্থিতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল