Siliguri Durga Puja: পুজো ঘুরতে বেরোচ্ছেন? শিলিগুড়িতে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ! জেনে নিন কোন কোন রাস্তায় থাকছে বিধিনিষেধ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri Durga Puja: দুর্গাপুজো ও বিসর্জনকে ঘিরে ভিড় সামলাতে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করতে বিশেষ নির্দেশিকা জারি করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শিলিগুড়ি শহরে চলবে একাধিক বিধিনিষেধ ও রুট পরিবর্তন।
advertisement
1/7

*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: দুর্গাপুজো ও বিসর্জনকে ঘিরে ভিড় সামলাতে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করতে বিশেষ নির্দেশিকা জারি করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শিলিগুড়ি শহরে চলবে একাধিক বিধিনিষেধ ও রুট পরিবর্তন। নিরাপত্তা বজায় রাখা এবং দুর্ঘটনা বা যানজট এড়াতে এই নির্দেশিকা কার্যকর করা হবে।
advertisement
2/7
*পঞ্চমী থেকে দ্বাদশী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৪টা থেকে রাত ২টা (কিছু দিনে ভোর ৪টা পর্যন্ত) শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে। ২৭ সেপ্টেম্বর ২০২৫: বিকেল ৪টা থেকে রাত ২টো (পঞ্চমী)। ২৮ সেপ্টেম্বর ২০২৫: বিকেল ৪টা থেকে রাত ২টো (ষষ্ঠী)। ২৯ সেপ্টেম্বর ২০২৫: বিকেল ৪টা থেকে রাত ২টো (সপ্তমী)। ৩০ সেপ্টেম্বর ২০২৫: বিকেল ৪টা থেকে ভোর ৪টে (অষ্টমী)। ১ অক্টোবর ২০২৫: বিকেল ৪টে থেকে ভোর ৪টে (নবমী)। ২ অক্টোবর ২০২৫: বিকেল ৪টে থেকে ভোর ৪টে (দশমী)। ৩ অক্টোবর ২০২৫: বিকেল ৪টে থেকে ভোর ৪টে (একাদশী)। ৪ অক্টোবর ২০২৫: বিকেল ৪টে থেকে ভোর ৪টে (দ্বাদশী)।
advertisement
3/7
*পণ্যবাহী গাড়ি ও বাসের জন্য বিধিনিষেধ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও অসমগামী বাস নৌকাঘাট থেকে চালু হবে। কলকাতা ও বিহারগামী বাস চলবে পি.সি. মিত্তল বাস স্ট্যান্ড/ নৌকাঘাট থেকে। সিকিমগামী S.N.T বাসও চলবে পি.সি. মিত্তল বাস স্ট্যান্ড থেকে। শহরের সিটি বাস সুপার বাস স্ট্যান্ড থেকে খাপরাইল, নকশালবাড়ি, পানিট্যাঙ্কি পর্যন্ত চলাচল করবে। ট্রাক চলাচলের জন্য বিশেষ রুট নির্ধারণ করা হয়েছে—যেমন খলপাড়া/নয়া বাজার থেকে সিকিম, কালিম্পং, মালবাজারগামী ট্রাকগুলিকে জলপাই মোড়–নৌকা ঘাট–আমবাড়ি ক্যানেল রোড হয়ে ইস্টার্ন বাইপাস দিয়ে যেতে হবে। মালবাহী গাড়ি শহরে প্রবেশ করতে পারবে না, নির্দিষ্ট পয়েন্ট যেমন নৌকাঘাট ফুলবাড়ি বাইপাস মোড়, সুকনা TCP মোড় পর্যন্তই আসতে পারবে।
advertisement
4/7
*সব ধরনের গাড়ির (দুইচাকা সহ) উপর নিষেধাজ্ঞা পানিট্যাঙ্কি মোড় থেকে হাসমিচক (ভেনাস মোড়) পর্যন্ত বিধান রোড। এয়ারভিউ মোড় থেকে কোর্ট মোড়, সেভোক রোড ও চার্চ রোড। হাসমিচক থেকে বাবুপাড়া মোড় ও টিকিয়াপাড়া মোড় (ফ্লাইওভার দিয়ে)। হাসপাতাল মোড় থেকে পাকুড়তলা মোড় (হরেন মুখার্জি রোড)। জি.পি. রোড থেকে NJP মোড় ইত্যাদি প্রধান রুটে গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে।
advertisement
5/7
*ছোট গাড়ির জন্য বিধিনিষেধ (চারচাকা) NJP স্টেশনমুখী গাড়ি দার্জিলিং মোড়/মেডিক্যাল মোড়/ নৌকাঘাট হয়ে চলাচল করবে। ডুয়ার্স বা সিকিমগামী গাড়ি ইস্টার্ন বাইপাস ধরে যাবে। NJP স্টেশনের দিকে ছোট গাড়ি ও দুইচাকা যাবে না দাদাভাই মোড় ও সুব্রত সংঘ হয়ে।
advertisement
6/7
*শিলিগুড়ি পুলিশ কমিশনারেট জানিয়েছে, ভিড়ের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এই নির্দেশিকার সময়সূচি পরিবর্তন হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং পুলিশের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
7/7
*শিলিগুড়ির দুর্গাপুজো ঘিরে যান নিয়ন্ত্রণের এই কড়া বিধিনিষেধে সাধারণ মানুষ ও ভ্রমণকারীদের কিছুটা অসুবিধা হলেও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।