Road Accident| Bangla News|| অটো-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ৮ যাত্রী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Head-on collision between auto and pickup van : অটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম আট অটো যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের ওপরে।
advertisement
1/5

*অটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম আট অটো যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের ওপরে। আহতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/5
*দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা সংকটজনক হওয়ায় শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতীকী ছবি।
advertisement
3/5
*জানা গিয়েছে, বিহারে জাহাঙ্গিরপুর গ্রামের ৮ বাসিন্দা অটো নিয়ে পাঞ্জিপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোটিকে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হন ৮ অটো যাত্রী। প্রতীকী ছবি।
advertisement
4/5
*এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠান। প্রতীকী ছবি।
advertisement
5/5
*আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বরতিমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। প্রতীকী ছবি।