Charak Festival: বিভিন্ন দেবদেবী সেজে ‘হাজরা নৃত্য’, মালদহের চড়ক মাঠ সরগরম! কী এই নাচ জানেন?
- Reported by:Harashit Singha
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Charak Festival: চৈত্র সংক্রান্তিতে দিনভর হাজরা নিত্য অনুষ্ঠিত হয়, গাজন সন্ন্যাসীরা অংশগ্রহণ করে থাকেন, সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চড়ক ঘোরানো।
advertisement
1/5

মালদহ: চড়ক পুজোর হাজরা নিত্য মালদহ জেলা জুড়ে। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায় হাজরা নিত্য। ঐতিহ্য মেনেই প্রতিবছরের মতো এবারও গাজন সন্ন্যাসীরা এই হাজরা নৃত্যে অংশগ্রহণ করেন।
advertisement
2/5
চড়ক পুজো উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে এই নিত্য দেখা যায়। মুখোশ পরে অস্ত্র হাতে নিত্য করতে দেখা যায় রাস্তায়। রাস্তার দুই ধারে বহু মানুষ ভিড় করেন এই হাজরা নিত্য দেখার জন্য।
advertisement
3/5
একমাস পালনের পর চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় চড়ক উৎসব। চড়ক উৎসবের মধ্যে দিয়ে মূলত শিবের আরাধনা করা হয়। হাজরা নিত্যতেও শিব সেজে গাজন সন্ন্যাসীরা নৃত্য করে থাকেন।
advertisement
4/5
একমাস নিরামিষ ভোজন করে নিয়মনিষ্ঠার সঙ্গে সংযম করেন শিব ভক্তরা। বিভিন্ন পুজো অর্চনা হয়ে থাকে এক মাস। চৈত্র সংক্রান্তিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চড়ক পুজো। পিঠে বড়শি গেঁথে গাজন সন্ন্যাসীরা চড়ক গাছে ঘোরেন। ঘোরা দেখতেও বহু ভক্তের সমাগম ঘটে বিভিন্ন প্রান্তে।
advertisement
5/5
বিভিন্ন দেবদেবী ছাড়াও ভুত-প্রেত সেজে এদিন হাজরা নৃত্যে অংশগ্রহণ করে থাকেন গাজন সন্ন্যাসীরা। মরার মাথা হাতে নিয়ে নিত্য করে থাকেন অনেকে। হাজরা নৃত্যের এটিও একটি আকর্ষণ। দিনভর হাজরা নিত্য পুজো করার পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চড়ক ঘোরানো অনুষ্ঠান।