Hati Bandhu Mela: শুরু হয়ে গেল হাতি বন্ধু মেলা! নববর্ষের আগেই ৩ দিনের জমাটি আয়োজন, কার্শিয়াং বন বিভাগের অভিনব উদ্যোগ
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Hati Bandhu Mela: আয়োজকদের আশা, এই মেলার মধ্য দিয়ে মানুষ বুঝবে হাতির সঙ্গে সংঘাত নয়, বন্ধুত্বই হতে পারে বনের পাশে বসবাসের একমাত্র পথ।
advertisement
1/5

বনপথের নীরবতা ভেঙে মানুষের কোলাহল, হাতির সুরক্ষার বার্তা আর সহাবস্থানের গল্প- এই সবকিছুকে এক সুতোয় বেঁধে রবিবার থেকে বাগডোগরা রেঞ্জ অফিস চত্বরে শুরু হয়েছে ‘হাতিবন্ধু মেলা’। কার্শিয়াং বন বিভাগের এই উদ্যোগের মূল ভাবনা একটাই, মানুষ ও হাতি সহ বন্যপ্রাণীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব, সেই বিশ্বাসকে বাস্তবের মাটিতে তুলে ধরা। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
মেলার সূচনায় কার্শিয়াং বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে হাতি-মানুষের সংঘাত রোধে কার্শিয়াং বন বিভাগের দীর্ঘ দিনের লড়াইয়ের কথা তুলে ধরেন। কোথাও হাতির চলাচলের পথ চিহ্নিত করা, কোথাও সচেতনতা শিবির, এই সব প্রচেষ্টার মধ্য দিয়েই ধীরে ধীরে বদল আসছে বলে জানান তিনি। হাতি যে মানুষের শত্রু নয়, বরং প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, তাঁর বক্তব্যের কেন্দ্রে এই বার্তাই ছিল।
advertisement
3/5
এই সহাবস্থানের লড়াইয়ে যাঁরা নীরবে সামনে থেকে কাজ করেন, সেই বনকর্মীদের সম্মান জানানো হয়। হাতি ও মানুষের সুরক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা বনকর্মীদের পাশাপাশি যৌথ বন ব্যবস্থাপনা সমিতিগুলিকেও সম্মানিত করা হয়। মুহূর্তগুলো যেন মনে করিয়ে দেয়, সহাবস্থান শুধু নীতির কথা নয়, এটি মানুষের পরিশ্রম আর দায়িত্ববোধের ফল।
advertisement
4/5
মেলা প্রাঙ্গণে ঘুরে দেখলেই ধরা পড়ে অন্য এক ছবি। খাদ্যদ্রব্য, ভেষজ ও জৈব কৃষিজাত পণ্য, হস্তশিল্প আর গাছপালার স্টলগুলির ভিড়ে মিশে রয়েছে গ্রামীণ জীবনের ছোঁয়া। এর মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের উচ্ছ্বাস যেন ভবিষ্যৎ প্রজন্মের সচেতনতার ইঙ্গিত দেয়, যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক আরও মজবুত হবে।
advertisement
5/5
সহাবস্থানের এই গল্প এখানেই থামছে না। আজ ও আগামীকালও চলবে হাতিবন্ধু মেলা। আয়োজকদের আশা, এই মেলার মধ্য দিয়ে মানুষ বুঝবে হাতির সঙ্গে সংঘাত নয়, বন্ধুত্বই হতে পারে বনের পাশে বসবাসের একমাত্র পথ। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)