TRENDING:

South Dinajpur: বালুরঘাটের স্কুলে ভূতের তাণ্ডব! পেত্নী, শাকচুন্নি, মেছো ভিড়েছে সব! শ্রেণিকক্ষে গা ছমছমে পরিবেশ

Last Updated:
Halloween: বালুরঘাটের স্কুলে আচমকা ভূতের হানা। তবে এই সমস্ত ভূতেরা আদৌতে কোন গা ছম ছম করা ভৌতিক পরিবেশ থেকে আসেনি। আসলে এই ভূতেরা কেউ প্লে স্কুল, কেউ নার্সারি, কেউ বা এল.কে.জি বা ইউ.কে.জি শ্রেণিতে পাঠরত খুদে শিশু।
advertisement
1/6
বালুরঘাটের স্কুলে ভূতের তাণ্ডব! পেত্নী, শাকচুন্নি, মেছো ভিড়েছে সব!
গাছে কিংবা জঙ্গলে নয়, স্কুলের শ্রেণিকক্ষেই ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট আস্ত গেছো ভূত, মেছো ভূত, পেত্নী-সহ শাকচুন্নিরা। 'হ্যালোইন' উৎসব উপলক্ষে এই দৃশ্য দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একটি স্কুলে।(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement
2/6
পাশ্চাত্যে শীতকালীন পালিত হ্যালোইনকে অনেকে 'ঘোস্ট ডে' হিসাবে পালন করে থাকেন। এই দিনে মানুষ ভূতের পোশাক পরে কুমড়ো খোদাই করে এবং মজা করে উৎসব উদযাপন করে থাকেন।
advertisement
3/6
জনপ্রিয় হ্যালোইন উৎসবের মূল উৎস প্রাচীন ইউরোপীয় ঐতিহ্যের মধ্য দিয়ে এসেছে। যেখানে মানুষজন আগুন জ্বালাত এবং মন্দ আত্মাদের তাড়ানোর জন্য ভূত ও ডাইনির পোশাক পরত।
advertisement
4/6
তবে বালুরঘাটের স্কুলে হ্যালোইন উৎসব পালন সম্ভবত এই প্রথম। অনুষ্ঠানটি শুরু হয়েছিল বিদ্যালয়ের শিশুদের একটি মজাদার এবং উত্তেজনাপূর্ণ ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার মাধ্যমে। যারা ভূত, ডাইনি, ড্রাকুলা, কঙ্কাল, ভ্যাম্পায়ার, হ্যালোইন বিড়াল এবং দানবের পোশাক পরে এসেছিল।
advertisement
5/6
এবিষয়ে প্রধান শিক্ষিকা বর্ণালী সাহা জানান, "স্কুলে পড়াশুনার পাশাপাশি শিশুদের শৈশবের আচরণগুলি সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিশু সুলভ আচরণ যাতে শিশুদের মধ্যে থাকে, শিশুদের যাতে বিদ্যালয়মুখী করে তোলা যায় সেই কারনে এই ধরনের অভিনব উদ্যোগ।"
advertisement
6/6
বিদ্যালয়ের শিশুদের কথায়, ভূতকে ভয় পেলেও হ্যালোইন উৎসব উপলক্ষে তাদের ভূত পেত্নীদের মতন সেজে বেশ মজা লাগছে। এমনকি তারা পড়াশোনার পাশাপাশি খেলার ছলে একে অপরকে ভয় দেখিয়ে আনন্দ উপভোগ করছে।(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
South Dinajpur: বালুরঘাটের স্কুলে ভূতের তাণ্ডব! পেত্নী, শাকচুন্নি, মেছো ভিড়েছে সব! শ্রেণিকক্ষে গা ছমছমে পরিবেশ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল