TRENDING:

North Bengal Trip: কলকাতা থেকে দার্জিলিং পৌঁছন মাত্র ১৫ মিনিটেই! কীভাবে সম্ভব? পর্যটকদের জন্য দারুন খবর

Last Updated:
Darjeeling Tourism: উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফে দার্জিলিং, কালিম্পং এবং রায়গঞ্জে এই হেলি ট্যুরিজম চালু করার প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এই হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলে যাবে।
advertisement
1/7
কলকাতা থেকে দার্জিলিং পৌঁছন মাত্র ১৫ মিনিটেই! কীভাবে সম্ভব? পর্যটকদের জন্য সুখবর
*পর্যটকদের জন্য দারুন খবর। এবার উত্তরের পর্যটনের জুড়তে চলেছে নতুন পালক। উত্তরবঙ্গের তিন জেলায় তৈরি হবে হেলিবন্দর। ভ্রমণ পিপাসুদের কাছে দার্জিলিং বরাবরই একটি আকর্ষণের স্থান। আর সেই দার্জিলিঙে এতদিন টয়ট্রেন ছিল অন্যতম আকর্ষণ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। 
advertisement
2/7
*পাহাড়ের সৌন্দর্যকে ঘুরে দেখতে টয়ট্রেনের কোনও বিকল্প এতদিন ছিল না। তবে এবার থেকে আকাশ পথেও ঘুরে দেখা যাবে পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য। হেলিকপ্টারে চড়ে আকাশ পথে পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। বাংলার পর্যটনকে ঢেলে চালাতে রাজ্য এমনইটাই চিন্তাভাবনা করছে।
advertisement
3/7
*অনেক সময়ই পাহাড়ে ধস? টয়ট্রেন বন্ধ? সড়কপথেও উপরে যাওয়া যাচ্ছে না? তারপরও যাতে পাহাড়ের সৌন্দর্য উপভোগে কোনও অসুবিধা না হয় তার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।
advertisement
4/7
*হেলিকপ্টারে পাহাড় দর্শনের সুযোগ নিয়ে এসেছেন রাজ্য। এখন শুধু সার্ভিস শুরু হওয়া সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজম দফতরের চেয়ারম্যান রাজ বসু বলেন, 'হেলি ট্যুরিজম সারা বিশ্বেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফে দার্জিলিং, কালিম্পং এবং রায়গঞ্জে এই হেলি ট্যুরিজম চালু করার প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এই হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলে দেবে।'
advertisement
5/7
*পর্যটক রুপন রায় বলেন, 'রাজ্য সরকার যদি হেলিকপ্টার সার্ভিস চালু করে তাহলে অনেক সুবিধা হয়, আমরা পাহাড়ে অনেক সময় ধসের মধ্যে আটকে পড়ার ঘটনা শুনেছি বৃষ্টি হলে পাহাড়ে যাওয়া মুশকিল হয়ে যায়। সেই জায়গা যদি এই সার্ভিস চালু হয় তাহলে দারুন হবে।'
advertisement
6/7
*বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা পাহাড়ের টানে দার্জিলিং-সহ পার্শ্ববর্তী এলাকায় এসে থাকেন। পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড়ের টান পর্যটকদের টানার পাশাপাশি আরও আকর্ষণ বৃদ্ধি করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন সময়।
advertisement
7/7
*দার্জিলিংয়ে হেলিকপ্টার পরিষেবা চালু হলে এ দেশের তো বটেই বিদেশের পর্যটকদেরও অনেক সুবিধা হবে। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্য পর্যটকরা আকাশ পথে দেখার সুযোগ পাবে। অন্যদিকে, রায়গঞ্জেও হেলিকপ্টার সার্ভিস চালু হলে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Trip: কলকাতা থেকে দার্জিলিং পৌঁছন মাত্র ১৫ মিনিটেই! কীভাবে সম্ভব? পর্যটকদের জন্য দারুন খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল