মাত্র ৯০০ টাকায় শহরের ঐতিহ্য ঘুরে দেখতে পারবেন ! উত্তরবঙ্গে বিরাট ব্যবস্থা NBSTC-র
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এ যেন ইতিহাসের পথে হৃদয়ের যাত্রা! জলপাইগুড়ি শহরে একটি ইতিহাসে মোড়া শহর। বিভিন্ন মন্দির, মসজিদ কিংবা গির্জা, কী রয়েছে তার ইতিহাস, সবকিছু জানা যাবে এই ভ্রমণেই।
advertisement
1/5

উদ্বোধনী যাত্রার উচ্ছ্বাস ! মঙ্গলবার সকালেই জেলা প্রশাসনের উদ্যোগে ‘সম্প্রীতি ভ্রমণ’-এর সূচনা। ফ্ল্যাগ অফ মুহূর্তে খুশির জোয়ার ছড়িয়ে পড়ল। ভ্রমণপিপাসুদের চোখে ছিল নতুন অভিজ্ঞতার ঝিলিক। শুরু হল জলপাইগুড়ি জেলার ধর্মীয় ও ঐতিহাসিক সৌন্দর্যের এক নতুন অধ্যায়।
advertisement
2/5
সম্প্রীতির পথে ঐক্যের বার্তা দিতেই এই উদ্যোগ প্রশাসনের। এই ভ্রমণের লক্ষ্য শুধু পর্যটন নয় ধর্মীয় স্থাপত্যের সঙ্গে মানুষে মানুষে সেতুবন্ধন। গল্প, হাসি আর পরিচয়ের স্রোতে একতার স্বাদ দিতে এবং নিজ শহরকে চিনে নিতেই এই ভাবনা।
advertisement
3/5
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস এবার শুধু যাতায়াত নয়, অভিজ্ঞতা উপহার দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ, সঙ্গে গাইডের মাধ্যমে জানা-অজানা গল্প। প্রতিটি স্টপেই রয়েছে নতুন চমক।
advertisement
4/5
মাত্র ৯০০ টাকায় খাওয়া-দাওয়া-সহ এমন ভ্রমণ শুনে অনেকের চোখে বিস্ময়! স্বল্প খরচে জেলার ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যকে কাছ থেকে দেখার সুযোগ পেলেন সাধারণ মানুষ। আনন্দে ভরে উঠল দিনটি।
advertisement
5/5
এ যেন ইতিহাসের পথে হৃদয়ের যাত্রা ! জলপাইগুড়ি শহরে একটি ইতিহাসে মোড়া শহর। বিভিন্ন মন্দির, মসজিদ কিংবা গির্জা, কী রয়েছে তার ইতিহাস, সবকিছু জানা যাবে এই ভ্রমণেই। ভ্রমণকারীরা হৃদয়ে জমিয়ে নিয়ে যাবেন সম্প্রীতির রঙ। তাই এবার থেকে শহর ভ্রমণ করতে চাইলে যোগাযোগ করতে পারেন উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহণের সঙ্গে। মনের গভীরে জমবে একফালি মধুর স্মৃতি!