TRENDING:

Good News: নতুন বছরের শুরুতেই সুখবর! বেঙ্গল সাফারিতে জন্ম বিপন্নপ্রায় ম্যানড্রিল শাবকের, দেখলেই মন খুশি

Last Updated:
Good News: বিপন্নপ্রায় ম্যানড্রিলের শাবক জন্ম দিয়েছে বেঙ্গল সাফারি-- যা শুধু একটি প্রাণীর জন্ম নয়, বরং সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ সাফল্যের গল্প। দেখুন...
advertisement
1/5
বছরের শুরুতেই সুখবর! বেঙ্গল সাফারিতে জন্ম বিপন্নপ্রায় ম্যানড্রিল শাবকের, দেখলেই মন খুশি
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরেই আনন্দের খবর এল শিলিগুড়ির বেঙ্গল সাফারি থেকে। নীরবে, নিভৃতে এক নতুন প্রাণের জন্ম যেন নতুন বছরের শুভবার্তা হয়ে ধরা দিল প্রকৃতিপ্রেমীদের কাছে। বিপন্নপ্রায় ম্যানড্রিলের শাবক জন্ম দিয়েছে বেঙ্গল সাফারি-- যা শুধু একটি প্রাণীর জন্ম নয়, বরং সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ সাফল্যের গল্প।
advertisement
2/5
বাঘ, সিংহ কিংবা হিমালয়ান ব্ল্যাক বেয়ারের পর এবার ম্যানড্রিলের সফল প্রজনন বেঙ্গল সাফারিকে আবারও আলাদা পরিচিতি দিল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN)-এর তালিকায় অতি বিপন্নপ্রায় এই প্রজাতির প্রাণীর জন্ম হওয়া সহজ বিষয় নয়। সেই কারণেই এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি বন দফতর ও জু অথরিটি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
উত্তরবঙ্গে একমাত্র বেঙ্গল সাফারিতেই রয়েছে এই বিশেষ প্রজাতির ম্যানড্রিল। দীর্ঘ অপেক্ষার পর মা ম্যানড্রিল একটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মা ও শাবক—দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং বিশেষ নজরদারিতে রাখা হয়েছে তাদের।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
পৃথিবীর সবচেয়ে রঙিন ও আকর্ষণীয় বাঁদর প্রজাতির মধ্যে ম্যানড্রিল অন্যতম। মূলত আফ্রিকার বাসিন্দা এই প্রাণী আকারে বড় ও শক্তিশালী। বিশেষ করে পুরুষ ম্যানড্রিলের উজ্জ্বল লাল ও নীল রঙের মুখই তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই দুর্লভ প্রজাতিকে স্বাভাবিক পরিবেশে মানিয়ে নেওয়ানো এবং প্রজননে সফল হওয়া সত্যিই বড় চ্যালেঞ্জ ছিল বেঙ্গল সাফারির কাছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
২০২৩ সালের ডিসেম্বরে জামশেদপুর জুওলজিক্যাল পার্ক থেকে প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে আনা হয়েছিল তিনটি ম্যানড্রিল। আলাদা এনক্লোজার, শীতের জন্য বিশেষ ব্যবস্থা এবং খাদ্যতালিকায় পরিবর্তনের মতো একাধিক প্রস্তুতির ফল মিলল দু’বছরের মাথায়। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, বিপন্নপ্রায় প্রাণী সংরক্ষণে রাজ্য সরকার সবসময়ই সচেষ্ট, আর ম্যানড্রিলের এই সফল প্রজনন সেই প্রচেষ্টারই বাস্তব প্রমাণ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Good News: নতুন বছরের শুরুতেই সুখবর! বেঙ্গল সাফারিতে জন্ম বিপন্নপ্রায় ম্যানড্রিল শাবকের, দেখলেই মন খুশি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল