TRENDING:

Indian Railways: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর! মালদহ-দিঘা-সহ একাধিক রুটে একগুচ্ছ পুজো স্পেশ্যাল ট্রেন ঘোষণা

Last Updated:
Indian Railways: পূর্ব রেলের অধিনস্থ যাত্রীদের সুবিধার্থে পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন নম্বর ০৩৪৬৫ মালদহ টাউন-দিঘা পুজো স্পেশ্যাল ট্রেন শনিবার মালদহ টাউন স্টেশন থেকে দুপুর ১:১০ মিনিটে ছেড়ে দিঘায় পৌঁছবে রাত ২:০০ মিনিটে।
advertisement
1/6
ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর! মালদহ-দিঘা-সহ একাধিক রুটে একগুচ্ছ পুজো স্পেশ্যাল ট্রেন ঘোষণা
*আসন্ন দীপাবলি ও ছট উৎসব উপলক্ষে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। পুজোর মরশুমে নিত্যযাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে মালদহ থেকে দিঘা-সহ একাধিক রুটে একগুচ্ছ পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর কথা জানালো পূর্ব রেলের মালদহ ডিভিশন।
advertisement
2/6
মূলত পুজোর মরশুমে ছুটি কাটাতে মনোরম পরিবেশের উদ্দেশ্যে দিঘা সহ অন্যান্য জায়গায় পাড়ি দিয়ে থাকেন পর্যটকরা। তবে অনেক সময় রেল যাত্রার ক্ষেত্রে আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
*এবারে পূর্ব রেলের অধিনস্থ যাত্রীদের সুবিধার্থে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন নাম্বার ০৩৪৬৫ মালদা টাউন-দিঘা পুজো স্পেশাল ট্রেন প্রতি শনিবার মালদা টাউন স্টেশন থেকে দুপুর ১:১০ মিনিটে ছেড়ে দিঘায় পৌঁছবে রাত ২:০০ মিনিটে।
advertisement
4/6
*একইদিনে ট্রেন নাম্বার ০৩৪৬৬ দিঘা-মালদহ টাউন পুজো স্পেশ্যাল ট্রেন প্রতি শনিবার দিঘা থেকে রাত ১১:৪০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৯:২০ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশনে। আগামী ২৯.১১.২০২৫ পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনগুলি।
advertisement
5/6
*পুজো উপলক্ষে মালদহ ডিভিশনের মালদহ টাউন থেকে উধনা এবং ভাগলপুর থেকে আনন্দ বিহার টার্মিনালের মধ্যে পুজো স্পেশ্যাল ট্রেন চলবে। ট্রেন নম্বর ০৩৪১৭ মালদা টাউন-উধনা পুজো স্পেশ্যাল মালদহ টাউন স্টেশন থেকে প্রতি শনিবার ১২:২০ মিনিটে ছেড়ে তৃতীয় দিনে সোমবার দুপুর ১২:৪৫ মিনিটে পৌঁছবে।
advertisement
6/6
*মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা জানান, "এই বিশেষ ট্রেনগুলি উৎসবের সময় ভ্রমণের যাত্রীদের চাহিদা মেটাতে সাহায্য করবে এবং যাত্রীদের আরও বেশি সুবিধা প্রদান করবে।" পাশাপাশি তিনি আরও জানান, "স্পেশ্যাল ট্রেনগুলোতে পর্যাপ্ত পরিমাণে কোচ এবং বার্থ রয়েছে। যাত্রীদের অনুরোধ থাকবে যেন তারা যাত্রা পরিকল্পনা করে আগে থেকে টিকিট বুক করে রাখেন। যাতে আরামদায়ক ভ্রমণ হয় যাত্রীদের।"
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indian Railways: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর! মালদহ-দিঘা-সহ একাধিক রুটে একগুচ্ছ পুজো স্পেশ্যাল ট্রেন ঘোষণা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল