Indian Railways: রেলযাত্রীদের জন্য বিরাট উপহার! মালদহ পেল আরও একজোড়া রাজধানী এক্সপ্রেস, কোথায় স্টপেজ, কত ভাড়া জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Indian Railways: উদ্বোধন হলেও আগামী ১৯ তারিখ থেকে নিয়মিত পরিষেবা চালু হবে মিজোরামের সায়রং ও দিল্লিগামী ট্রেন নাম্বার ২০৫০৭ এবং ২১ তারিখ থেকে নিয়মিত পরিষেবা চালু হবে দিল্লি থেকে মিজোরামের সায়রংগামী ২০৫০৮ রাজধানী এক্সপ্রেস ট্রেনের। উভয় দিক থেকে আসা-যাওয়ার সময় দশ মিনিটের জন্য ট্রেন টি থামবে মালদা টাউন স্টেশনে।
advertisement
1/7

*মালদহ রেল যোগাযোগ ব্যবস্থার মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদহবাসী। শনিবার উদ্বোধনের পর রবিবার মিজোরাম থেকে এসে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয় সায়রং-আনন্দ বিহার টার্মিনালগামী রাজধানী এক্সপ্রেস। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
*তবে নিয়মিত সায়রং-আনন্দ বিহার (টি) রাজধানী এক্সপ্রেস (২০৫০৭) পরিষেবা চালু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। সপ্তাহে প্রতি শনিবার বিকেল ৩:০০ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটি। এরপর দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে পরেরদিন রবিবার সকাল ১০:৫০ মিনিটে।
advertisement
3/7
*অন্যদিকে, ট্রেন নম্বর (২০৫০৮) আনন্দ বিহার (টি)-সায়রং পরিষেবা চালু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। প্রতি রবিবার রাত ৭ঃ৫০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়ে পরের দিন সোমবার বিকেল ৪:১৫ মিনিটে এসে পৌঁছবে মালদহ টাউন স্টেশনে।
advertisement
4/7
*শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের পর এদিন এই রাজধানী এক্সপ্রেস উদ্বোধনী স্পেশ্যাল ট্রেন এসে পৌঁছয় মালদহ টাউন স্টেশনে। এদিন সকালে সবুজ পতাকা দেখিয়ে মালদহ টাউন স্টেশনে স্টপেজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু।
advertisement
5/7
*উদ্বোধন হলেও আগামী ১৯ তারিখ থেকে নিয়মিত পরিষেবা চালু হবে মিজোরামের সায়রং ও দিল্লিগামী ট্রেন নম্বর ২০৫০৭ এবং ২১ তারিখ থেকে নিয়মিত পরিষেবা চালু হবে দিল্লি থেকে মিজোরামের সায়রংগামী ২০৫০৮ রাজধানী এক্সপ্রেসের। উভয় দিক থেকে আসা-যাওয়ার সময় দশ মিনিটের জন্য ট্রেনটি থামবে মালদহ টাউন স্টেশনে।
advertisement
6/7
*স্টপেজের উদ্বোধনে এসে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু জানান, "শুধু মালদহ জেলা নয় মালদহ টাউন স্টেশনে স্টপেজ হওয়ার ফলে উপকৃত হবেন পার্শ্ববর্তী জেলা-সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহারের লক্ষাধিক মানুষ। জেলাবাসীকে রেলের এমন উপহারের জন্য ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/7
*উল্লেখ্য, মালদহ আগেই পেয়েছে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। তবে এবারে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসেবে মিজোরামের সায়রং থেকে দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পাওয়ায় খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে।