TRENDING:

Malda: মালদহের ফল চাষিদের জন্য সুখবর! উন্নত প্রজাতির গাছের চারা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে, ২টি নথি দেখালেই হাতে পাবেন চারাগাছ

Last Updated:
Malda: মালদহের ফল চাষিদের জন্য সুখবর। আর দাম দিয়ে উন্নতমানের ফল গাছের চারা কিনতে হবে না। আম, লিচু, কলা, পেঁপে, হাইব্রিড নারকেল ইত্যাদি উন্নত প্রজাতির গাছের চারা মিলছে বিনামূল্যে। কোথায় গেলে পাবেন? কী কী নথি লাগবে জানুন।
advertisement
1/5
মালদহের ফল চাষিদের জন্য সুখবর! উন্নত প্রজাতির গাছের চারা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
এবার আর দাম দিয়ে কিনতে হবে না উন্নতমানের ফল গাছের চারা। মিলবে বিনামূল্যেই। চাষিরা এই জায়গায় গেলেই চাহিদা মত একাধিক প্রজাতির উন্নত মানের ফল গাছের চারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
একাধিক প্রজাতির আম, লিচু, কলা, পেঁপে, হাইব্রিড নারকেল, বারোমাসি কাঁঠাল ইত্যাদি উন্নত প্রজাতির গাছের চারা মিলছে বিনামূল্যে। জমির পরিমাণ মতো গাছের চারা পাবেন চাষিরা। এক্ষেত্রে চাষিদের জমির কাগজ এবং নিজেদের পরিচয় পত্র নিয়ে হাজির হতে হবে ব্লক উদ্যান পালন দফতরে।
advertisement
3/5
মালদহ জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলা জুড়ে প্রায় ছয় লক্ষ ফল গাছের চারা বিতরণ করা হবে চাষিদের মধ্যে। চাষিদের বেশি করে আর্থিকভাবে লাভবান করার লক্ষ্যই এমন উদ্যোগ বলে জানান জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক।
advertisement
4/5
জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক বলেন, "রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহ জেলায় বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ব্লকের উদ্যান পালন দফতরে এই চারা বিতরণ করা হবে।"
advertisement
5/5
মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান, "এখনও পর্যন্ত প্রায় দেড় লক্ষ আম ও একাধিক রকম উন্নতমানের ফলের চারা বিতরণ করা হয়েছে চাষিদের মধ্যে। জমির পরিমাণ দেখে চাহিদা মতো চাষিদের চারা দেওয়া হচ্ছে। জেলা জুড়ে আগামীতে আরও প্রায় ছয় লক্ষের অধিক চারা বিতরণ করা হবে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Malda: মালদহের ফল চাষিদের জন্য সুখবর! উন্নত প্রজাতির গাছের চারা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে, ২টি নথি দেখালেই হাতে পাবেন চারাগাছ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল