কোথাও 'অপারেশন সিঁদুর', কোথাও আবার 'কেদারনাথ'! দুর্গাপুজো না গণেশ পুজো? থিমের বাহার দেখলে বোঝা দায় শিলিগুড়িতে, ছবিতে দেখুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
সাধারণত দুর্গাপুজো মানেই শহর জুড়ে থিমের বাহার। কিন্তু এবারের ছবিটা ভিন্ন। দুর্গাপুজোর রঙ ছড়িয়ে পড়েছে গণেশ পুজোয়ও।
advertisement
1/9

<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য</strong>: সাধারণত দুর্গাপুজো মানেই শহর জুড়ে থিমের বাহার। কিন্তু এবারের ছবিটা ভিন্ন। দুর্গাপুজোর রঙ ছড়িয়ে পড়েছে গণেশ পুজোয়ও। এক কথায়, শিলিগুড়িতে গণেশ পুজোর মণ্ডপে এবার দেখা মিলছে দুর্গাপুজোর মতোই সৃজনশীলতা ও অভিনব থিমের ঝলক।
advertisement
2/9
গত কয়েক বছর ধরে শিলিগুড়িতে গণেশ পুজোর সংখ্যা বাড়ছে, তার সঙ্গে বাড়ছে থিম-পুজোর চমকও। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সিদ্ধিদাতা গণেশকে ঘিরে শহরের নানা প্রান্তে থিম-ভিত্তিক পুজো আয়োজনে মেতেছেন একাধিক কমিটি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/9
৪৩ নম্বর ওয়ার্ডের আপার ভানুনগরে কবি ভানুভক্ত মাঠে প্রথমবারের মতো পুজো করছে শ্রী সিদ্ধিবিনায়ক পুজো কমিটি। তাদের বিশেষ আকর্ষণ, 'অপারেশন সিঁদুর' বিষয়ক থিম।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/9
অন্যদিকে, টানা ১৮ বছর ধরে শহরবাসীকে মুগ্ধ করা শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবছর ১৯তম বর্ষে উপহার দিচ্ছে কেদারনাথ মন্দিরের প্রতিরূপ। বিধান মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে এবং অটোস্ট্যান্ড প্রাঙ্গণে এই পুজো অনুষ্ঠিত হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/9
সদ্য মুক্তিপ্রাপ্ত 'নরসিংহ' ছবির আবহ এবার ধরা পড়বে প্রধাননগর শ্রীশ্রী গণেশ পুজো কমিটি-র চতুর্থ বর্ষের মণ্ডপে। শহরের ব্যস্ত নেতাজি মোরে প্রতিবারের মতো এ বছরও আয়োজন থাকছে জমজমাট।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/9
গত বছর উত্তরবঙ্গের সর্ববৃহৎ ৩০ ফুটের গণেশ মূর্তি তৈরি করে নজর কাড়ে প্রধাননগর গণেশ পুজো কমিটি। এবছর পঞ্চম বর্ষে তাদের থিম 'দেব দর্পণ'। নিবেদিতা রোডেই হবে এই পুজো।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/9
শহরবাসীকে এবছর বেনারসের আবহ উপহার দিতে চলেছে রয়েল মোড় গণেশ পুজো কমিটি। সপ্তম বর্ষে তাদের থিম, 'বাপ্পা এবার বেনারসে'। পুজো হবে সুকান্তনগর অটোস্ট্যান্ডে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
8/9
হাকিমপাড়া বন্ধুমহল গণেশ পুজো কমিটি এবছর তাদের চতুর্থ বর্ষে হাজির হচ্ছে অভিনব রূপে। থিম 'বাপ্পা আসছে রাধাকৃষ্ণের সাজে'। আয়োজকরা আশাবাদী, এই পুজো বিশেষ করে শিশুদের মুগ্ধ করবে, পাশাপাশি বড়রাও আনন্দে ভরপুর হবেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
9/9
এক কথায়, শিলিগুড়ির গণেশ পুজো এখন আর শুধু ধর্মীয় আচার নয়, হয়ে উঠছে শিল্প, সংস্কৃতি ও থিম-চমকের এক উৎসব। দুর্গাপুজোর সঙ্গে পাল্লা দিয়ে গণেশ পুজোর জনপ্রিয়তা বাড়ছে শহরে, আর সেটাই বলছে, উৎসবপ্রেমী শিলিগুড়ি এখন সারা বছরই উৎসবের আবহে বাঁচে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য