TRENDING:

Bike Ride: বাইক বা স্কুটি ভাড়া করে পাহাড়ে! কত টাকা খরচ হতে পারে? জেনে রাখুন, অনেক সস্তায় ঘুরতে পারবেন, সঙ্গে অ্যাডভেঞ্চার

Last Updated:
Biker : NJP স্টেশনের সামনে এখন সহজেই দেখা মেলে অনেক রেন্টাল সার্ভিসের। ‘NJP Bike & Scooty Rental’ এবং ‘Rent2Rider’ পর্যটকদের কাছে সবচেয়ে পরিচিত। মাত্র ₹৬৯৯ থেকে স্কুটি, আর ₹৯৯৯ থেকে ১৫০–৩৫০ সিসির বাইক মিলছে সহজ ডকুমেন্টেশনেই। লাগছে শুধু ড্রাইভিং লাইসেন্স, একটি পরিচয়পত্র এবং নিরাপত্তা জামানত।
advertisement
1/7
বাইক বা স্কুটি ভাড়া করে পাহাড়ে! শিলিগুড়ি থেকে নিলে কত টাকা খরচ হতে পারে? জেনে রাখুন
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : কলকাতা বা দেশের যে কোনও জায়গা থেকে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে নামলেই এখন আর পর্যটকদের প্রথম ভাবনা থাকে না— “গাড়ি কোথায় পাব?” কারণ নতুন ভ্রমণপ্রেমীদের নতুন ট্রেন্ড হচ্ছে, স্টেশন থেকেই বাইক বা স্কুটি ভাড়া করে সরাসরি পাহাড় চড়ে যাওয়া। এই প্রবণতা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে শিলিগুড়ি শহরে। বিভিন্ন রেন্টাল সার্ভিস বলছে, গত এক বছরে বিশেষ করে দার্জিলিং–কালিম্পং রুটে দুই-চাকার বুকিং বেড়েছে প্রায় দ্বিগুণ।
advertisement
2/7
NJP স্টেশনের সামনে এখন সহজেই দেখা মেলে অনেক রেন্টাল সার্ভিসের। ‘NJP Bike & Scooty Rental’ এবং ‘Rent2Rider’ পর্যটকদের কাছে সবচেয়ে পরিচিত। মাত্র ₹৬৯৯ থেকে স্কুটি, আর ₹৯৯৯ থেকে ১৫০–৩৫০ সিসির বাইক মিলছে সহজ ডকুমেন্টেশনেই। লাগছে শুধু ড্রাইভিং লাইসেন্স, একটি পরিচয়পত্র এবং নিরাপত্তা জামানত। রেন্টাল সংস্থাগুলি জানায়, নতুন পর্যটকরা বাইকেই পাহাড়ে উঠতে চাওয়ায় আগের তুলনায় তাদের ব্যবসা অনেক বেড়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
পর্যটক দেবাশিস চক্রবর্তী জানান, “গাড়ির ভাড়া অনেক সময় বেশি হয়। আবার পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মজা অন্যরকম। তাই এনজেপিতে নেমেই স্কুটি নিয়ে বেরিয়ে যাই দার্জিলিংয়ের দিকে।” শুধু তরুণ নয়, এখন পরিবার নিয়ে অনেকেই দার্জিলিং–মীরিক–লেপচাজগৎ ছোট রুটগুলো বাইকে করে চটপট ঘুরে নিচ্ছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
স্বল্প দিনের ভ্রমণকারীদের জন্য দার্জিলিংই এখনও সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। এনজেপি থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ। নতুনদের জন্য সাজানো রুট— হিলকার্ট রোড ধরে শুরুর পাহাড়, তারপর কার্শিয়াং পেরিয়ে দার্জিলিং ম্যাল, বাটাসিয়া লুপ, পিস প্যাগোডা, ঘুম মঠ— সবকিছুই এক-দেড় দিনের ভিতর দেখা সম্ভব। টয় ট্রেনের সিটি আর হিমালয়ের আলোর খেলা মিলিয়ে শহরটা যেন আরও নতুন হয়ে ওঠে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
থাকার জায়গা নিয়েও দুশ্চিন্তা কম। ম্যাল রোডের আশেপাশে অনেক মাঝারি বাজেটের হোটেল ও হোমস্টে রয়েছে যেখানে ₹৮০০ থেকে ₹১৫০০ মধ্যে রাত কাটানো যায়। আর খাবারের ক্ষেত্রে দার্জিলিংয়ের নিজস্ব স্বাদ— স্টিমড মোমো, থুকপা, নেপালি থালি, দার্জিলিং চা— ভ্রমণকারীদের প্রথম পছন্দ। সন্ধ্যায় ম্যালের ক্যাফেগুলোতেও ভিড় চোখে পড়ার মতো।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
রেন্টাল সার্ভিসগুলো বলছে, এনজেপিতে বাইক-স্কুটি রেন্টালের সুবিধা পর্যটনকে আরও “ফ্রি-মুভিং” করে দিয়েছে। আগে যেখানে শুধুমাত্র গাড়ি বুকিংয়ের ওপর নির্ভর করতে হতো, এখন দুই-চাকার স্বাধীনতায় ভ্রমণ অনেকটা সহজ, দ্রুত এবং খরচবাঁচানো হয়েছে। ফলে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের পর্যটনে নতুন অধ্যায় লিখছে এই দুই-চাকার ট্রাভেল ট্রেন্ড।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
স্বল্প বাজেটে পাহাড় দেখতে চাইলে এনজেপিতে নামলেই এখন সহজ সমাধান— “একটা বাইক নিন, ইঞ্জিন স্টার্ট দিন, আর পাহাড় ডাকছে— ছুটে যান দার্জিলিংয়ের পথে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bike Ride: বাইক বা স্কুটি ভাড়া করে পাহাড়ে! কত টাকা খরচ হতে পারে? জেনে রাখুন, অনেক সস্তায় ঘুরতে পারবেন, সঙ্গে অ্যাডভেঞ্চার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল