Kumki Elephant Rami: ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিল রামি! চলছে মা-সন্তানের চরম সেবাযত্ন, দেখে নিন ছবিতে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর এখন চলছে সেবাযত্ন
advertisement
1/5

গরুমারায় খুশির খবর! মা হল কুনকি হাতি রামি। গরুমারা জাতীয় উদ্যানের মেদলা পিলখানায় কন্যাসন্তানের জন্ম দিল কুনকি হাতি রামি। বৃহস্পতিবার গভীর রাতে সন্তানের জন্ম দেয় সে। বনকর্মীদের তৎপরতায় রাতেই ডাক পড়ে পশু চিকিৎসকের। এখন মা ও মেয়ে দুজনেই সুস্থ ও বিশেষ পর্যবেক্ষণে।
advertisement
2/5
দক্ষিণবঙ্গ থেকে গরুমারায় রামি।দলছুট রামিকে দক্ষিণবঙ্গের মেদিনীপুর থেকে আনা হয়। জলদাপাড়ায় কিছুদিন থাকার পর তাকে গরুমারায় নিয়ে আসা হয় প্রশিক্ষণের জন্য। বুনো হাতি জঙ্গলে ঢুকে পড়লে তাদের ফেরাতে রামির ভূমিকা ছিল অসাধারণ।
advertisement
3/5
রামির মধ্যে একাকীত্বের প্রবণতা ছিল। সে মাঝে মাঝেই জঙ্গলে চলে যেত। বছর দেড়েক আগে আচরণে পরিবর্তন দেখে পশু চিকিৎসক দিয়ে পরীক্ষা করানো হয়—সেখানেই জানা যায়, সে গর্ভবতী। তারপর থেকেই শুরু হয় আলাদা যত্ন।
advertisement
4/5
সন্তান জন্মের পর রামিকে দেওয়া হচ্ছে পুষ্টিকর ফলমূল—তরমুজ, আখ, কলা ইত্যাদি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছে সার্বক্ষণিক নজরদারি। মেয়েকে নিয়ে এখন সে অন্য হাতিদের থেকে আলাদা স্থানে রয়েছে।
advertisement
5/5
গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে জানিয়েছেন, “রামি ও তার কন্যা হাতি উভয়েই সুস্থ রয়েছে। তাঁদের দেখভালের কোনও খামতি নেই। নজরদারি চলছে নিরবচ্ছিন্নভাবে।