Gangtok-Bagdogra Helicopter: পর্যটকদের পৌষমাস, একধাক্কায় কমে গেল বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার ভাড়া! ভারী ব্যাগ নিলেও চাপ নেই
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Gangtok-Bagdogra Helicopter: পর্যটনের মরশুমে দারুণ সুখবর। কমে গেল বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার ভাড়া। এল নতুন ব্যাগেজ নীতি।
advertisement
1/6

সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (STDC) গ্যাংটক–বাগডোগরা এবং বাগডোগরা–গ্যাংটক হেলিকপ্টার পরিষেবার ভাড়া কমানোর ঘোষণা করল। রাজ্য সরকারের অনুমোদনক্রমে প্রকাশিত এই নতুন নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে। এতদিন যেখানে একমুখী যাত্রার ভাড়া ছিল ৪,৫০০ টাকা, সেখানে তা কমিয়ে ৩,১০০ টাকা করা হয়েছে। ফলত যাত্রীদের জন্য এই পরিষেবা এখন আরও সুলভ হতে চলেছে। (ছবি ও তথ্য ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
সংস্থার প্রকাশিত অফিস অর্ডারে ব্যাগেজ নীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন নিয়ম অনুসারে একজন যাত্রী ৭ কেজি পর্যন্ত একটি লাগেজ কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই বহন করতে পারবেন। তবে এর বেশি ওজন হলে অতিরিক্ত চার্জ গুনতে হবে, যা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে। বিশেষত ১৫ কেজির বেশি হলে কার্গো হোল্ডে জায়গা থাকা সাপেক্ষে উচ্চহার প্রযোজ্য হবে।
advertisement
3/6
STDC জানিয়েছে, হেলিকপ্টারের অন্যান্য পরিষেবা, বিশেষ করে গ্যাংটক থেকে পরিচালিত জয়রাইড ও চার্টার্ড ফ্লাইটের ভাড়া অপরিবর্তিতই থাকছে। তবে মেডিক্যাল ফ্লাইটের ভাড়া সংশোধন করে ৭৭,৫০০ টাকা করা হয়েছে। যা যাত্রী ভাড়ার নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত।
advertisement
4/6
এই নির্দেশের মাধ্যমে সমস্ত ইউনিটকে জানানো হয়েছে যাতে সংশোধিত ভাড়া ও ব্যাগেজ নীতির তথ্য যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে যায়। প্রচারের ক্ষেত্রে কোনও ত্রুটি না থাকে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে বুর্তুক হেলিপোর্ট, ট্রাভেল ডিভিশন ও বাগডোগরা কাউন্টার থেকেই যাত্রীরা অতিরিক্ত তথ্য পাবেন।
advertisement
5/6
পর্যটন নির্ভর সিকিমে হেলিকপ্টার পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। বিশেষত শীতকালে যখন সড়ক পরিবহন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই পরিষেবার উপর নির্ভরশীলতা বাড়ে। ভাড়া কমানোর ফলে যাত্রী সংখ্যা বাড়বে বলেই পর্যটন সংশ্লিষ্ট মহলের ধারণা।
advertisement
6/6
হেলিকপ্টার পরিষেবার ভাড়া দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছে কিছুটা বেশি বলে মনে হলেও নতুন এই সিদ্ধান্তে তাদের বড়সড় স্বস্তি মিলবে। STDC–র তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও পরিষেবা আরও সহজ ও যাত্রীবান্ধব করতে প্রয়োজন অনুসারে নীতি পর্যালোচনা করা হবে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)