Ganga Arati On Chhath Puja: না ওখানে নেই গঙ্গা, কিন্তু বাসরা নদীতেই হল অবিকল বেনারসের গঙ্গারতি! ছট পুজোর ঘাটেই ভক্তদের মন খুশ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Ganga Arati On Chhath Puja: ছট পুজোর ঘাটে এসেই বেনারসের মত গঙ্গা আরতি দেখে মুগ্ধ পুন্যার্থীরা, এক টুকরো বেনারস কালচিনিতে, ছট ঘাটে আরতি দেখতে জমল ভিড়
advertisement
1/5

কালচিনি, অনন্যা দে: ছট পুজোর ঘাটে এসেই বেনারসের মত গঙ্গা আরতি দেখে মুগ্ধ পুন্যার্থীরা।ছট পুজো করতে এসে এমন দৃশ্য দেখবেন তারা, যা তাঁদের ভাবনার বাইরে ছিল। কালচিনির বাসরা ঘাটে দেখা যায় এমন ছবি।
advertisement
2/5
বেনারস থেকে আগত পুরোহিতরা প্রায় আধ ঘন্টা গঙ্গা আরতি করেছেন। এই সন্ধ্যা আরতি দেখে ভক্তির সাগরে ডুবে যেতে দেখা যায় পুন্যার্থীদের। আলিপুরদুয়ার জেলার মধ্যে অন্যতম বড় ছট পুজোর আয়োজন হয় এই ঘাটে।
advertisement
3/5
কালচিনি, বীরপাড়া ব্লকে ছট পুজোর আয়োজন হয় সবচাইতে বেশি। এলাকার প্রতিটি নদীর ঘাটে অস্থায়ী ছট ঘাট তৈরি করে পুজো হয় ছট দেবীর। দেওয়া হয় সূর্যকে অর্ঘ্য। বাসরা নদীর ঘাটে এই প্রথম এমন সন্ধ্যারতির আয়োজন করা হয়।
advertisement
4/5
সূর্যকে অর্ঘ্য দিয়েই ভক্তরা ভিড় জমান গঙ্গা আরতির স্থানে। অনেকেই বেনারসে যেতে পারেন না। তারা এদিনের আরতি দেখলেন মন ভরে। ছট পুজো উপলক্ষে এই নদী ঘাটকে সাজিয়ে তোলা হয়েছিল।
advertisement
5/5
ছট পুজো উপলক্ষে ভিড় জমেছিল তোর্ষা নদীর ঘাটেও।হাসিমারা তোর্ষা নদীর ব্রিজে দেখা গিয়েছিল ভিড়। সুষ্ঠুভাবে সম্পন্ন হয় উৎসব।