TRENDING:

Gandharaj Luchi: কচুরি বা লুচি নয়, এই শীতে বাড়িতে বানিয়ে নিন গন্ধরাজ লুচি, রেসিপি দেখে নিন ফটাফট

Last Updated:
Gandharaj Luchi: জলখাবারে করুন এই খাবার! বাড়ির মানুষেরা হবে প্রশংসায় পঞ্চমুখ, রোজ এক জলখাবার কিংবা টিফিন খেতে কারও পছন্দ হয় না। তাই এবার শীতের সকালে কিংবা সন্ধ্যায় বানিয়ে ফেলুন গন্ধরাজ লুচি ও আলুর দম।
advertisement
1/7
কচুরি বা লুচি নয়, এই শীতে বাড়িতে বানিয়ে নিন গন্ধরাজ লুচি, রেসিপি দেখে নিন
লুচি আর আলুর দম, এই দুই খাবার সকলের জলখাবার হোক কিংবা সন্ধ্যের টিফিন সবেতেই দারুণ লাগে। রকমারি স্বাদের লুচি আর আলুর দম বাঙালির অত্যন্ত জনপ্রিয় খাবার সব সময়ের।
advertisement
2/7
তবে রোজ এক জলখাবার কিংবা টিফিন খেতে কারোও পছন্দ হয় না। তাই এবার শীতের সকালে কিংবা সন্ধ্যেতে বানিয়ে ফেলুন গন্ধরাজ লুচি ও আলুর দম। বাড়ির লোকেরা হবে দারুন খুশি।
advertisement
3/7
লুচির জন্য প্রথমে ময়দার মন্ড বানাতে হবে। সেই মন্ড বানানোর সময় মেশাতে হবে গন্ধরাজ লেবুর খোসার সামান্য পেস্ট ও আমপান্নার জুস সামান্য জুস। যার ফলে লুচির রঙ হবে সবুজ রঙের।
advertisement
4/7
তারপর ভালো করে বেশ কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দিতে হবে মাখানো মন্ডকে। যাতে ভাল মতন তৈরি হয়ে মন্ডটা। তারপর পরিমাণ মতন ছোট ছোট লেচি করে গোল করে নিতে হবে।
advertisement
5/7
ভাজার আগে ভালো মতন বেলনি দিয়ে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলা যাবে না। এবার সুন্দর করে লুচি গুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। যাতে সুন্দর ভাবে ফুলে ওঠে লুচি গুলো।
advertisement
6/7
লুচি গুলোকে ভাজার পর ভাজা লুচির ওপর আবার গন্ধরাজ লেবুর রস ছিটিয়ে দিতে হবে। যাতে সমস্ত লুচির থেকে বেশ সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ পাওয়া যায়। মুখের কাছে আনলেই।
advertisement
7/7
সব শেষে গরম গরম একবাটি আলুর দমের সঙ্গে গরম লুচি পরিবেশ করতে হবে একটি প্লেটে সাজিয়ে। এই লুচি মুখে দিলেই এর মধ্যে থাকা গন্ধরাজ লেবুর গন্ধ ও স্বাদ উপভোগ করবে সকলে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Gandharaj Luchi: কচুরি বা লুচি নয়, এই শীতে বাড়িতে বানিয়ে নিন গন্ধরাজ লুচি, রেসিপি দেখে নিন ফটাফট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল