পালকিতে দেবী দুর্গার ছবি-ঘট! পুজোর আবহে উত্তরে ফুলপাতি উৎসব, এই শোভাযাত্রা কেন বের হয়? আজও অনেকে জানেন না সেই কারণ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Fulpati Festival: প্রতিবছর নেপালি সম্প্রদায়ের মানুষদের পক্ষ থেকে দুর্গাপুজোর সপ্তমী তিথিতে ফুলপাতি শোভাযাত্রার আয়োজন করা হয়। এই ফুলপাতি শোভাযাত্রার আগে একটি পালকি তৈরি করা হয়। পালকিটি লাল কাপড় দিয়ে সাজানো হয়। পালকির ভিতর দেবী দুর্গার ছবি ও ঘট থাকে।
advertisement
1/5

দেবী দুর্গা এবং নারী শক্তিকে সম্মান জানাতে প্রতিবছর নেপালি সম্প্রদায়ের মানুষদের পক্ষ থেকে দুর্গাপুজোর সপ্তমী তিথিতে ফুলপাতি শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন সপ্তমী তিথি উপলক্ষে কালচিনি, জয়গাঁ এলাকায় ফুলপাতি শোভাযাত্রা বের হয়। নেপালি সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি এই এলাকায় বেশি থাকায় বড় করে ফুলপাতি উৎসব আয়োজিত হয়। <strong>(ছবি ও তথ্যঃ অনন্যা দে)</strong>
advertisement
2/5
এদিন জয়গাঁ সংলগ্ন দলসিংপাড়া এলাকায় নেপালি দুর্গা মণ্ডপের পক্ষ থেকে এই শোভাযাত্রা আয়োজিত হয়। এই শোভাযাত্রায় নেপালি সম্প্রদায়ের অন্তর্গত খস, কারকি, মঙ্গর, রাই জনজাতির মানুষেরা নিজেদের সাংস্কৃতিক পোশাক পরে অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রা দেখতে রাস্তায় ভিড় জমে যায়।
advertisement
3/5
জয়গাঁ ভুটানগেটের সামনে নেপালি সপ্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে নাচের আয়োজন করা হয়। এরপর বাজনা সহ একটি শোভাযাত্রা জয়গাঁ এলাকা পরিক্রমা করে। কালচিনি এলাকাতেও একটি শোভাযাত্রা বের করা হয়।
advertisement
4/5
নেপালি সম্প্রদায়ের মানুষেরা এই ফুলপাতি শোভাযাত্রার আগে একটি পালকি তৈরি করেন। এই পালকিটি লাল কাপড় দিয়ে সাজানো হয়। পালকির ভিতর দেবী দুর্গার ছবি ও ঘট থাকে। দেবীকে নগর ভ্রমণ করানো এই শোভাযাত্রার উদ্দেশ্য।
advertisement
5/5
বেশিরভাগ সময় দেখা যায়, মেয়েরা এই পালকি কাঁধে নেয়। নগর ভ্রমণ করানোর পর দেবীকে আবারও মণ্ডপে নিয়ে যাওয়া হয়। সেখানে চলে নেপালি ভাষায় নাচ ও গান। এই নগর ভ্রমণের পর বিভিন্ন স্থানে হোমযজ্ঞ করা হয়। <strong>(ছবি ও তথ্যঃ অনন্যা দে)</strong>