TRENDING:

Journalist Athlete: সাংবাদিকতা করেই স্বপ্নপূরণ বিশ্ব জয়ের! আন্তর্জাতিক খেলায় সোনা জয় ৪০ পেরোনো উদয়

Last Updated:
Journalist Athlete: রাজ্যস্তরে দশবার এবং জাতীয় স্তরে একবার স্বর্ণপদক এনেছেন। এরপরেও থমকে থাকেনি লড়াই, কাজের ব্যস্ততার মধ্যেও নিজের অদম্য প্রচেষ্টায় আজ আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়ন হয়েছেন উদয় বাবু।
advertisement
1/5
সাংবাদিকতা করেই স্বপ্নপূরণ বিশ্ব জয়ের! আন্তর্জাতিক খেলায় স্বর্ণপদক জয় মালদহের ৪০ ঊর্ধ্ব উদয় মণ্ডলের
পেশায় সাংবাদিক নেশায় খেলোয়াড়। আন্তর্জাতিক খেলায় জ্যাভলিন থ্রো করে স্বর্ণপদক আনলেন দেশের জন্য। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স গেমস প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রো করে প্রথমে নজর কাড়লেন মালদহের ৪০ ঊর্ধ্ব উদয় মণ্ডল। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মালদহের ইংরেজবাজার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উদয় মণ্ডল। পেশায় একজন সাংবাদিক হলেও ছোটবেলা থেকেই তাঁর নেশা খেলাধুলার। পড়াশোনার সঙ্গে চালিয়েছেন খেলার জগতে উড়ান ভরার স্বপ্ন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
রাজ্যস্তরে দশবার এবং জাতীয় স্তরে একবার স্বর্ণপদক এনেছেন। এরপরেও থমকে থাকেনি এগিয়ে যাওয়ার লড়াই, কাজের ব্যস্ততার মধ্যেও নিজের অদম্য প্রচেষ্টায় আজ আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়ন হয়েছেন উদয় বাবু।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
দুর্গাপুর পিএসপি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ৭তম ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার্স গেমস ২০২৫। যেখানে ৪০ ঊর্ধ্ব পুরুষ বিভাগে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশ নেন মালদহের উদয় মণ্ডল।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
প্রায় ৪১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে প্রথম হন উদয় মণ্ডল। স্বর্ণপদক জয়ী উদয় মণ্ডল জানান, "নিয়মিত শহরের ডিএস‌এ মাঠে গিয়ে প্রশিক্ষণ নিতেন তিনি। কাজের পাশাপাশি বিভিন্ন খেলায় জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর নেশা খেলাধুলার। আগামীতে আরও ভাল খেলে দেশের জন্য স্বর্ণপদক আনার ইচ্ছে রয়েছে তাঁর।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Journalist Athlete: সাংবাদিকতা করেই স্বপ্নপূরণ বিশ্ব জয়ের! আন্তর্জাতিক খেলায় সোনা জয় ৪০ পেরোনো উদয়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল