TRENDING:

Kali Puja 2025: বড়মা, বামা কালী থেকে ইন্ডিয়ান আর্মি! কালীপুজোয় উত্তরে থিমের ছড়াছড়ি, বাড়ি বসেই দেখুন বিগ বাজেট কিছু পুজোর ঝলক

Last Updated:
Kali Puja 2025: দীপাবলির আবহে শহর এখন উৎসবমুখর। বিভিন্ন ক্লাব ও সংঘের কালীপুজো উদ্বোধনের পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে। দেখে নিন সেরা কিছু পুজোর ঝলক।
advertisement
1/14
বড়মা, বামা কালী থেকে ইন্ডিয়ান আর্মি! কালীপুজোয় উত্তরে থিমের ছড়াছড়ি, এক ক্লিকে দেখুন
দীপাবলির আবহে শিলিগুড়ি শহর এখন উৎসবমুখর। শহরের বিভিন্ন ক্লাব ও সংঘের কালীপুজো উদ্বোধনের পর থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে। এবারের পুজোয় প্রতিটি ক্লাব নিজেদের বিশেষ থিম ও আকর্ষণ নিয়ে হাজির হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করছে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/14
ইয়ুথ ক্লাবের ৫৩ তম বর্ষে শ্যামা পুজোর শুভ উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে সাজানো এই পুজো দর্শকদের চোখে নতুন আনন্দের জন্ম দিচ্ছে।
advertisement
3/14
বাবুপাড়া বয়েজ ক্লাবের ৫৫ তম বর্ষের পুজোয় স্বস্তিক চিহ্নের আদলে মণ্ডপ সাজানো হয়েছে। আলোকসজ্জা ও কারুকার্য দর্শককে মন্ত্রমুগ্ধ করে তুলেছে।
advertisement
4/14
দক্ষিণ ভারত নগর স্পোর্টিং ক্লাবের ৬৪ তম বর্ষের পুজোয় ১৮ ফুট উচ্চতার বড় মা কালী রয়েছে। ভক্তরা পুজো মণ্ডপে প্রবেশ করলে মাতৃশক্তির মহিমা অনুভব করছেন।
advertisement
5/14
নিউ বয়েজ ক্লাবের ৪৬ তম বর্ষের বিশেষ আকর্ষণ ৩৫ ফুট উচ্চতার রামলালার বেশে মা কাল ভৈরবী। পুজোর থিম ও ভাস্কর্য দর্শকদের চোখে ভিন্ন ধরনের আনন্দ এনে দিচ্ছে।
advertisement
6/14
তরুণ অ্যাথলেটিক ক্লাবের ৬২ তম বর্ষে ৪০ ফুট উচ্চতার বামা কালী দর্শককে মন্ত্রমুগ্ধ করছে। বিশেষ থিম ও সজ্জা শহরের কালীপুজোর রঙিন পরিবেশকে আরও বাড়িয়ে তুলেছে।
advertisement
7/14
মহামায়া স্পোর্টিং ক্লাবের ৪৬ তম বর্ষে ‘উত্তরের বড়মা’ থিম দর্শকদের কাছে সমানভাবে আকর্ষণীয়।
advertisement
8/14
তরুণ সংঘের ৭১ তম বর্ষের পুজোয় কাল্পনিক শিব মন্দির দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।
advertisement
9/14
বিবেকানন্দ ক্লাবের ৭৮ তম বর্ষের পুজোয় ফেব্রিক অফ ইমাজিনেশন থিম ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শককে কল্পনার জগতে নিয়ে যাচ্ছে।
advertisement
10/14
পানিট্যাঙ্কি মোড় যুবকবৃন্দের ৫৮ তম বর্ষের পুজোয় ‘সুকন্যা’ থিম শিশু ও পরিবারদের আনন্দে ভরিয়ে তুলেছে।
advertisement
11/14
নেতাজী সুভাষ স্পোর্টিং ক্লাবের ৬০ তম বর্ষের পুজোয় মা শ্যাম সুন্দরীর থিম দর্শকদের মন ছুঁয়েছে।
advertisement
12/14
রেগুলেটেড মার্কেট কালীপুজো কমিটির ৪০ তম বর্ষের বিশেষ আকর্ষণ ‘ইন্ডিয়ান আর্মি’ থিম, যা দর্শকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।
advertisement
13/14
উল্কা ক্লাবের ৪৮ তম বর্ষের পুজোয় ‘মুক্ত হওয়া’ থিম প্রদর্শিত হয়েছে। অন্যদিকে এলিট স্পোর্টিং ক্লাবের ৪৬ তম বর্ষের পুজোয় ‘মৃন্ময়ী’ থিম দর্শকদের মুগ্ধ করেছে।
advertisement
14/14
শহরের বিভিন্ন মণ্ডপে শিশু, যুবক ও পরিবার মিলিত হয়ে পুজোর রঙিন উৎসব উপভোগ করছেন। ভিড়, আলো, রঙ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয় পুরো শহরকে উৎসবমুখর পরিবেশে ভরিয়ে তুলেছে। এবারের শিলিগুড়ির কালীপুজো এক কথায় হয়ে উঠেছে ভিজ্যুয়াল আনন্দ ও সামাজিক মিলনের এক অনন্য উদাহরণ। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: বড়মা, বামা কালী থেকে ইন্ডিয়ান আর্মি! কালীপুজোয় উত্তরে থিমের ছড়াছড়ি, বাড়ি বসেই দেখুন বিগ বাজেট কিছু পুজোর ঝলক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল