TRENDING:

ব্যাপক আয়োজন! বিগ বাজেট থেকে শুরু করে মহিলা পরিচালিত পুজো! শিলিগুড়ির কার্নিভালে থাকছে কারা? জানুন!

Last Updated:
শিলিগুড়ি হিলকার্ট রোডে শনিবার দুর্গাপুজো কার্নিভাল, অংশ নিচ্ছে ১২টি বড় পুজো কমিটি ও ক্লাব, নিরাপত্তা ও ট্রাফিকে প্রশাসনের কড়া নজর, উৎসবে থাকছে শিল্পকলা ও ঐতিহ্যের মেলবন্ধন।
advertisement
1/7
বিরাট আয়োজন! বিগ বাজেট থেকে শুরু করে মহিলা পরিচালিত পুজো! কার্নিভালে থাকছে কারা? জেনে নিন
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দুর্গাপুজোর উৎসবের রেশ এখনও শেষ হয়নি। প্রতিমা বিসর্জনের পরও শিলিগুড়ি শহর এবার প্রস্তুত আরও এক উৎসবমুখর সন্ধ্যার জন্য। আগামীকাল শনিবার হিলকার্ট রোডে বসছে দুর্গাপুজো কার্নিভাল। শহরের প্রশাসন থেকে পুজো উদ্যোক্তা—সবাই এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
advertisement
2/7
শুক্রবার সকালে কার্নিভালের স্থান হিলকার্ট রোড পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি, ডিসিপি ট্রাফিক, পুরো কমিশনার ও সচিব। সঙ্গে ছিলেন পুরনিগমের বাস্তুকার এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরাও। নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও সামগ্রিক ব্যবস্থাপনাকে কেন্দ্র করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের বার্তা স্পষ্ট—“শহরবাসীর জন্য নির্ভুল ও নিরাপদ কার্নিভাল উপহার দিতে চাই আমরা।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
এ বছর মোট ১২টি বড় পুজো কমিটি ও ক্লাব অংশ নিচ্ছে এই কার্নিভালে। তালিকায় রয়েছে—বাবুসিং স্পোর্টিং ক্লাবজনশ্রী ক্লাবনবদমী মহিলা বৃন্দ (একটি মহিলা পরিচালিত পুজো কমিটি, যা বিশেষ আকর্ষণ)কলেজ পাড়া পুজো কমিটিশিলিগুড়ি রবীন্দ্র সংঘশতাক্ষী দুর্গাপূজা কমিটিদাদা ভাই স্পোর্টিং ক্লাব (বিগ বাজেট পুজো)সুব্রত সংঘ (বিগ বাজেট পুজো)সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি (বিগ বাজেট পুজো)জাতীয় যুব সংঘরামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
শহরের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পুজো কমিটিগুলোর পাশাপাশি মহিলা পরিচালিত পুজো কমিটির অংশগ্রহণ এবার উৎসবকে এক ভিন্ন মাত্রা দেবে বলেই মনে করছেন আয়োজকরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
শনিবার বিকেল ৫টা থেকে শুরু হবে কার্নিভাল। হিলকার্ট রোড জুড়ে তখন ঢাকের বাদ্যি, আলোকসজ্জা আর প্রতিমা প্রদর্শনের মেলা। শহরবাসী একসঙ্গে দেখতে পাবেন বিভিন্ন পুজোর শিল্পকলা, থিম আর আবেগের মেলবন্ধন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে বিশেষ পুলিশ বাহিনী। আয়োজকরা জানিয়েছেন, কার্নিভালের মূল লক্ষ্য শুধু আনন্দ দেওয়া নয়, বরং শহরের পুজোগুলোর শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এক মঞ্চে তুলে ধরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
শিলিগুড়ির দশমীর আনন্দের আবহ এবারও শেষ হবে না বিসর্জনের সঙ্গে। হিলকার্ট রোডে কার্নিভালের আসরেই মিলবে সেই উৎসবের পূর্ণতা। আগামীকাল বিকেলের অপেক্ষায় তাই শহর—ঢাক, আবির, প্রতিমা আর মানুষের ভিড়ে নতুন করে বাঁচবে দুর্গোৎসবের রঙ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
ব্যাপক আয়োজন! বিগ বাজেট থেকে শুরু করে মহিলা পরিচালিত পুজো! শিলিগুড়ির কার্নিভালে থাকছে কারা? জানুন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল