TRENDING:

হাতি দেখলেই সঙ্গে সঙ্গে খবর! কোথায় জানাতে হবে? মানুষ-হাতি সংঘাত ঠেকাতে আসরে বন দফতর, আপনাকে কী করতে হবে জানুন

Last Updated:
Forest Department: ধান কাটার মরসুমে প্রতিবারই ফসল রক্ষায় গিয়ে বহু কৃষক প্রাণ হারান। সেই দুঃখজনক পুনরাবৃত্তি রুখতে বন দফতর এবার নতুন উদ্যোগে নামছে।
advertisement
1/5
হাতি দেখলেই সঙ্গে সঙ্গে খবর! কোথায় জানাতে হবে? মানুষ-হাতি সংঘাত ঠেকাতে আসরে বন দফতর
ধানের মাঠে ফের হাতির হানার আশঙ্কা। সচেতনতায় এবার জলপাইগুড়ি বন দফতরের নতুন উদ্যোগ। ডুয়ার্সের জঙ্গল ঘেঁষা গ্রামগুলিতে আবারও বাড়ছে মানুষ-হাতি সংঘাতের আশঙ্কা। ধান কাটার মরসুমে প্রতিবারই ফসল রক্ষায় গিয়ে বহু কৃষক প্রাণ হারান। সেই দুঃখজনক পুনরাবৃত্তি রুখতে জলপাইগুড়ি গরুমারা ডিভিশনের বন দফতর এবার নতুন উদ্যোগে নামছে। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
গ্রামে-গঞ্জে মাইকিং করে কৃষকদের সতর্ক করা হচ্ছে, হাতি দেখলে তাড়াতে যাবেন না, বরং সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দিন। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেবেন। এতে যেমন প্রাণহানি কমবে, তেমনই ফসলের ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছে বন দফতর।
advertisement
3/5
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কৃষকের জমিতে হাতির পাল ঢুকে ফসল নষ্ট করেছে, তাঁদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। কৃষকদের পাশে থাকার আশ্বাসও দিয়েছে দফতর। গরুমারা ডিভিশনের অতিরিক্ত বনাধিকারী রাজীব দেব বলেন, “মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত রোধে সচেতনতা সবচেয়ে জরুরি। হাতি তাড়াতে গিয়ে নিজের জীবন বিপন্ন করবেন না। দূর থেকে দেখুন, সঙ্গে সঙ্গে আমাদের খবর দিন, আমরাই ব্যবস্থা নেব।”
advertisement
4/5
একই সঙ্গে পাচার রোধে নজরদারি বাড়িয়েছে বন দফতর। পুজোর মরসুমে জঙ্গলের ধার ঘেঁষে কিছু অসাধু পাচারকারী সক্রিয় থাকে বলে জানা গিয়েছে। সন্দেহজনক কোনও কার্যকলাপ চোখে পড়লে স্থানীয়দের বন দফতরকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
advertisement
5/5
প্রশাসনের আশা, বনবস্তি এলাকার মানুষ এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিলে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান আরও দৃঢ় হবে। ধানের মাঠে এবার হয়তো বন্ধ হবে ফসল বাঁচাতে গিয়ে প্রাণ হারানোর মর্মান্তিক দৃশ্য। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
হাতি দেখলেই সঙ্গে সঙ্গে খবর! কোথায় জানাতে হবে? মানুষ-হাতি সংঘাত ঠেকাতে আসরে বন দফতর, আপনাকে কী করতে হবে জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল