Forecast For Holi: দোলে আকাশ ভাসবে এই জেলায় দোল খেলার সময় খুঁজতে হবে, আর দক্ষিণে আগুন ঝরাবে সূর্য, রইল ওয়েদার আপডেট
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Forecast For Holi: পাহাড়ে বৃষ্টি সমতলে গরম! তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুতে আর বেশি দেরি নেই, পাহাড়ে দিনের পর দিন বৃষ্টি আর সমতল জুড়ে বাড়ছে তাপমাত্রা! ৪০ ডিগ্রি ছুঁতে আর বেশি দেরি নেই। বৃষ্টির পরে গরমের হাত থেকে রেহাই পাবে না পাহাড়ও
advertisement
1/5

ফের সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা পাহাড়জুড়ে। ফের একবার কনকনে হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় ঢাকবে চারিদিক। শীতের বিদায় বেলায় বারে বারে ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া।
advertisement
2/5
মঙ্গলবার শৈল শহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা তার মাঝেই অব্যাহত বৃষ্টির পূর্বাভাস। উত্তরের দুইবজেলা দার্জিলিং, কালিম্পংয়ের উচু পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাকি তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে রোদের ঝলকানিতে নাজেহাল গরম।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের দাপট। দিনের সাথে সাথে পারদ আরও ।বাড়বে বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই বৃষ্টির আশঙ্কা।
advertisement
4/5
আই এম ডি এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে এখনো শীতের আমেজ অব্যাহত থাকলেও সমতলে ইতিমধ্যে উষ্ণতার ছোঁয়া।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় বৃষ্টির পরেই ধীরে ধীরে বাড়বে পারদ।নাজেহাল গরমে অতিষ্ঠ হবে উত্তরবঙ্গবাসী।