Red Alert For Fog: তাপমাত্রা পতনের সঙ্গে সঙ্গেই ফের কুয়াশার রেড অ্যালার্ট, সাদা চাদরে ঢাকবে সব, দেখা যাবে না কিছুই , রইল ওয়েদার আপডেট
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
কুয়াশার দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গজুড়ে। তবে কিছুটা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে উত্তরে বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: কুয়াশার দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গজুড়ে। তবে কিছুটা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে উত্তরে বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এর সর্ব নিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ৭. ৬ ° সেলসিয়াস।তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এই সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে ৮ ° সেলসিয়াস।
advertisement
3/5
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শীতের আমেজ অনুভূত হতে শুরু হয়েছে। তাপমাত্রা সমস্ত স্থানে কম বেশি ওঠানামা করবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।পার্বত্য অঞ্চলগুলিতে ঠান্ডা বেশি অনুভূত হবে সমতলভূমির তুলনায়। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৭. ৬°-৮° সেলসিয়াসের মধ্যে।তবে রাত বাড়তেই সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে ৪° সেলসিয়াসে।
advertisement
4/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২° সেলসিয়াস। উত্তর দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২° সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস।
advertisement
5/5
উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে যার জেরে সকালে দৃশ্যমানতা কম থাকতে পারে।তবে বেলার দিকে রোদের দেখা মিলবে। সেই সময় পর্যটকরা ঘুরে দেখতে পারবেন পর্যটনস্থলগুলি।