Fish: ১০০ কেজি ওজন! মৎস্য়জীবীদের জালে দৈত্যাকার বাঘা আড়, দাম শুনলে ভিড়মি খাবেন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
তোর্ষা নদীর জল একটু কমতেই উঠে এলো বিশালকারের বাঘা আর মাছ।যার ওজন ১০০ কেজি। তবে ৫০ এবং ৬০ কেজির মাছ মিলেছে এদিন নদী থেকে।জয়গাঁ ও হাসিমারা এলাকা থেকে মিলছে এমন বাঘা আর মাছ।
advertisement
1/5

তোর্ষা নদীর জল একটু কমতেই উঠে এলো বিশালকারের বাঘা আর মাছ।যার ওজন ১০০ কেজি। তবে ৫০ এবং ৬০ কেজির মাছ মিলেছে এদিন নদী থেকে।জয়গাঁ ও হাসিমারা এলাকা থেকে মিলছে এমন বাঘা আর মাছ।
advertisement
2/5
তোর্ষা নদীর পাড়ে এখন সকাল থেকেই দেখা যাচ্ছে স্থানীয়দের আনাগোনা।দূর দূরান্ত থেকে জেলেরাও আসছে মাছের খোঁজে। তার মাঝেই এদিন সকালে ১০০ কেজির বাঘা মাছ মিলল তোর্ষা নদী থেকেই।
advertisement
3/5
যা দেখে মুখে হাসি এলাকাবাসী থেকে জেলেদের। কে নেবে সেই বিশালকারের আর মাছ? কাড়াকাড়ি চলতে থাকে সকলের মধ্যে। এদিকে জল, কাদাতে পিছলে যেতে থাকে সেই মাছ।
advertisement
4/5
অবশেষে এলাকার এক জেলে পিঠে তুলে নেয় সেই ১০০ কেজির বাঘা আর মাছটিকে। জানা গিয়েছে সে এই বাঘা আর মাছটি আর বিক্রি করেনি। তিনি তার নিজের এলাকা অর্থাৎ জয়গাঁ তোর্ষা পাড়ের বাসিন্দাদের মধ্যে তিনি তা কেটে ভাগ করে দিয়েছেন।
advertisement
5/5
তোর্ষা নদীতে জল বাড়লেই মেলে নানান ধরনের মাছ। জেলেরা হাসিমারা, জয়গাঁ তোর্ষা নদীতে একটু জল বাড়লেই ভিড় জমান। এবারে বেশি জল রয়েছে নদীতে, যারফলে মিলছে বড় থেকে ছোট সব ধরনের মাছ। বোরোলি, এলং, আর, রুই মাছ মিলছে বলে জানা যায়।