TRENDING:

Snowfall Alert: বছর শুরুতেই তুষারপাত ভুটানে, বাড়ল পর্যটকদের আনাগোনা, দেখুন মন ভাল করা ছবি 

Last Updated:
Snowfall Alert: নতুন বছরে প্রথম তুষারপাত ভুটানে। কনকনে শীতে কাঁপছে ভুটানের থিম্পু-সহ সংলগ্ন এলাকাগুলি। তুষারপাত দেখতে ভিড় জমছে পর্যটকদের ভুটানে।
advertisement
1/5
বছর শুরুতেই তুষারপাত ভুটানে, বাড়ল পর্যটকদের আনাগোনা, দেখুন মন ভাল করা ছবি 
*আলিপুরদুয়ার, অনন্যা দে: নতুন বছরে প্রথম তুষারপাত ভুটানে। কনকনে শীতে কাঁপছে ভুটানের থিম্পু-সহ সংলগ্ন এলাকাগুলি। তুষারপাত দেখতে ভিড় জমছে পর্যটকদের ভুটানে।
advertisement
2/5
*এমনিতেই পর্যটকদের অন্যতম পছন্দের স্থান ভুটান। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধ মঠ-সহ পর্যটন স্থান দেখতে প্রতি বছর আসেন পর্যটকরা। তবে শীতের মরশুমে তুষারপাত তাঁদের কাছে অন্যতম পাওয়া।
advertisement
3/5
*যদিও ভুটানে অবস্থিত ন্যাশনাল মেট্রোলোজি অ্যান্ড হাইড্রলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল ভুটানের থিম্পু-সহ এলাকাগুলিতে তুষারপাত হবে ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারির মধ্যে। সেই পূর্বাভাস সত্যি হল। বরফে ঢেকেছে থিম্পু-সহ পারো এলাকা।
advertisement
4/5
*ভুটানে পর্যটকরা বেশিরভাগ ক্ষেত্রে শীত এবং বসন্তকালে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। শীতকালে তুষারপাত এবং বসন্তকালে নানা ফুলের দেখা মেলে ভুটানে। বসন্তকালে যার কারণে আলাদা করে এক উৎসবের আয়োজন হয় ভুটানে।
advertisement
5/5
*ভুটানের পারো বিমানবন্দরের চাইতে জয়গাঁ ভুটান গেট, পেডিস্ট্রিয়ান টার্মিনালে দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়। প্রতিদিন আসছেন পর্যটকরা। স্বাভাবিকভাবে মুখে হাসি জয়গাঁর পর্যটন ব্যবসায়ীদের। ফুর্বা ভুজেল নামের এক ব্যবসায়ী জানান, "২০২৬ এর শুরু থেকেই ভুটানমুখী পর্যটকরা। আমাদের প্রতিদিন ফুল বুকিং চলছে। তুষারপাত দেখার আগ্রহ সবচেয়ে বেশি পর্যটকদের।"
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Snowfall Alert: বছর শুরুতেই তুষারপাত ভুটানে, বাড়ল পর্যটকদের আনাগোনা, দেখুন মন ভাল করা ছবি 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল