TRENDING:

রাতের পাহাড়ি এলাকা কতটা সুরক্ষিত? দার্জিলিংয়ের ইতিহাসে প্রথমবার... নিরাপত্তার সঙ্গে দায়িত্ববোধকে এক সুতোয় বেঁধে 'নাইট রান'

Last Updated:
Night Run in Darjeeling: শহরের ইতিহাসে প্রথমবার আয়োজিত হল নাইট রান। এই নাইট রানের মূল লক্ষ্য ছিল দু'টি। প্রথমত, শহরকে নিরাপদ হিসেবে তুলে ধরা এবং দ্বিতীয়ত, নাগরিক দায়িত্ববোধ জাগানো।
advertisement
1/6
রাতের পাহাড়ি এলাকা কতটা সুরক্ষিত? দার্জিলিংয়ের ইতিহাসে প্রথমবার...
<strong>দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য:</strong> চায়ের শহর দার্জিলিংয়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় দেখা গেল এক অনন্য দৃশ্য। চারপাশে অন্ধকার, কেবল হেডল্যাম্পের আলোয় আলোকিত রাস্তাঘাট। সেই আলোয় ছুটছেন একদল দৌড়বিদ। দৌড়ের সঙ্গে চলছে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস। শহরের ইতিহাসে প্রথমবার আয়োজিত হল নাইট রান, যার মূল আয়োজক ভিকরান ফাউন্ডেশন, মেরো দার্জিলিং উদ্যোগের অংশ হিসেবে।
advertisement
2/6
এই নাইট রানের মূল লক্ষ্য ছিল দু'টি। প্রথমত, শহরকে নিরাপদ হিসেবে তুলে ধরা এবং দ্বিতীয়ত, নাগরিক দায়িত্ববোধ জাগানো। দৌড়বিদরা হাতে নিলেন বাঁশের চিমটা আর পরিবেশবান্ধব ব্যাগ। রাস্তায় দৌড়ানোর পাশাপাশি তাঁরা কুড়িয়ে নিলেন চারপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক, কাগজ ও আবর্জনা। এভাবেই তারা করল প্লগিং। যেখানে ফিটনেস, পরিবেশ সচেতনতা আর সমাজসেবাকে এক সূত্রে বাঁধা হয়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
3/6
আয়োজকদের কথায়, “প্লগিং কেবল শরীরচর্চা নয়, এটি একটি নাগরিক আন্দোলন। স্বাস্থ্য, পরিবেশ আর দায়িত্ববোধ—এই তিনটিকে একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় এর মাধ্যমে।” (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
4/6
শহরের মানুষ রাতের এই দৌড় দেখে উৎসাহিত হয়েছেন। অনেকেই মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করেছেন। আয়োজকদের একজন জানালেন, “অন্ধকার রাতেও আমরা দায়িত্বের আলো জ্বালাতে পাড়ি। দার্জিলিংয়ের প্রতিটি বাসিন্দা যদি এই ভাবনায় অনুপ্রাণিত হয়, তবে আমাদের শহর আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে।” (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
5/6
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্যবয়সীরাও। কারও কাছে এটি ছিল শরীরচর্চার সুযোগ, কারও কাছে আবার পরিবেশের জন্য কিছু করার আনন্দ। সবাই মিলে জানালেন, এমন আয়োজন বারবার হলে দার্জিলিংয়ের পরিচ্ছন্নতা ও সুনাম দুটোই বহুগুণে বৃদ্ধি পাবে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
6/6
রাত শেষে দৌড়বিদদের গলায় ধ্বনিত হল একটাই স্লোগান, “Darjeeling is safe. Darjeeling cares. Darjeeling runs”। এই অনন্য উদ্যোগে দার্জিলিং প্রমাণ করল, পাহাড়ি শহর কেবল তার সৌন্দর্যের জন্য নয়, বরং নাগরিক দায়িত্ববোধ ও নিরাপত্তার বার্তার জন্যও সমানভাবে স্মরণীয় হয়ে উঠতে পারে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
রাতের পাহাড়ি এলাকা কতটা সুরক্ষিত? দার্জিলিংয়ের ইতিহাসে প্রথমবার... নিরাপত্তার সঙ্গে দায়িত্ববোধকে এক সুতোয় বেঁধে 'নাইট রান'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল