Business: জলপাইগুড়ির প্রথম খাদি মেলায় রেকর্ড বিক্রি! কত টাকার বেচাকেনা হল? জানলে ভিড়মি খাবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Business: পছন্দের শাড়ি বানিয়ে দিচ্ছেন কারিগররা, মেলায় অভিনব উদ্যোগ। মেলায় দেখা গেছে, কারিগররাই মঞ্চেই তৈরি করে দিচ্ছেন পছন্দমতো শাড়ি। ক্রেতারা নিজের পছন্দ ও ডিজাইন অনুযায়ী শাড়ি তৈরির সুযোগ পেয়েছেন।
advertisement
1/5

*জলপাইগুড়িতে প্রথম খাদি মেলা, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। প্রথমবারের মতো জলপাইগুড়িতে বসেছে খাদি মেলা, যেখানে মিলেছে সস্তায় মানসম্পন্ন খাদি পণ্য। রোজই উপচে পড়া ভিড়ে জমজমাট মেলার চিত্র মন কেড়েছে সবার। পয়লা বৈশাখ ঘিরে জমজমাট কেনাকাটায় খুশি বিক্রেতা ও ক্রেতারা।
advertisement
2/5
*জলপাইগুড়িতে প্রথম খাদি মেলা, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। প্রথমবারের মতো জলপাইগুড়িতে বসেছে খাদি মেলা, যেখানে মিলেছে সস্তায় মানসম্পন্ন খাদি পণ্য। রোজই উপচে পড়া ভিড়ে জমজমাট মেলার চিত্র মন কেড়েছে সবার। পয়লা বৈশাখ ঘিরে জমজমাট কেনাকাটায় খুশি বিক্রেতা ও ক্রেতারা।
advertisement
3/5
*তাঁতির ছোঁয়ায় নতুন রূপে খাদি: মেলায় নজর কেড়েছে হ্যান্ডমেড পণ্য। মেলার মূল আকর্ষণ ছিল হাতে তৈরি তাঁতের খাদি জিনিসপত্র। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পণ্যে মুগ্ধ ক্রেতারা। শিল্পীদের হাতে তৈরি শাড়ি ও পোষাকে ফুটেছে বৈচিত্র্য ও নান্দনিকতা।
advertisement
4/5
*সবার নাগালে খাদি: ৫০ টাকায় শুরু, ৫০০০ টাকায়ও বিলাসিতা। মেলায় ৫০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত দামের খাদি সামগ্রী পাওয়া গেছে। সাশ্রয়ী দামে মানসম্পন্ন পোশাক পেয়ে খুশি সাধারন মানুষ। বিভিন্ন স্বাদের, রুচির ও বাজেটের মানুষ এখানে খুঁজে পেয়েছে পছন্দের পণ্য।
advertisement
5/5
*পছন্দের শাড়ি বানিয়ে দিচ্ছেন কারিগররা, মেলায় অভিনব উদ্যোগ। মেলায় দেখা গিয়েছে, কারিগররাই মঞ্চেই তৈরি করে দিচ্ছেন পছন্দমতো শাড়ি। ক্রেতারা নিজের পছন্দ ও ডিজাইন অনুযায়ী শাড়ি তৈরির সুযোগ পেয়েছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগে আনন্দিত ক্রেতারা ও মেলার আয়োজকরা।