শিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়! পাহাড় পেল প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ! কোথায় তৈরি হল জানেন?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Engineering College: দার্জিলিং পাহাড়ের শিক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল
advertisement
1/5

<strong>দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্যঃ</strong> পাহাড়বাসীর বহু দিনের স্বপ্ন বাস্তবায়িত হল। দার্জিলিং পাহাড়ের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধন হল প্রকৌশল শিক্ষার প্রতিষ্ঠান- দার্জিলিং হিল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (DHITM)। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে নির্মিত এই কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন তাকদাহে অনুষ্ঠিত হয়।
advertisement
2/5
গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান ও GTA প্রধান অনীত থাপা এই দিনটিকে তাঁর রাজনৈতিক জীবনের সর্বোচ্চ সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, 'আমার রাজনৈতিক যাত্রা ২০১৭ সালে শুরু হয়েছিল। আজকের এই প্রকৌশল কলেজের উদ্বোধন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। রাংলি রাংলিয়ট ব্লকে দার্জিলিং হিল ইউনিভার্সিটির পর এবার পাহাড় পেল নিজস্ব ইঞ্জিনিয়ারিং কলেজ'। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
3/5
অনীত থাপা আরও বলেন, 'আমাদের সন্তানদের আর বাইরে গিয়ে পড়তে হবে না। এখানেই তাঁরা উচ্চশিক্ষা নিতে পারবে। শিক্ষা যে কোনও জায়গায় হতে পারে, কিন্তু আমাদের নিজের জায়গায় গড়ে ওঠা প্রতিষ্ঠানে সন্তানদের পাঠানোই উচিত। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে'। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
4/5
তিনি পাহাড়ে একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার কথা উল্লেখ করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের সেই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। GTA প্রধান বলেন, 'আমরা কাজ করি সমষ্টির জন্য, ব্যক্তির জন্য নয়। পাহাড়ের ভবিষ্যৎ প্রজন্মই এর আসল উপকারভোগী হবে'। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
5/5
তাকদাহর এই নতুন প্রকৌশল মহাবিদ্যালয় দার্জিলিং পাহাড়ের শিক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)