TRENDING:

Darjeeling: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত পর্যটনকেন্দ্র, বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে বিস্তারিত জানুন

Last Updated:
Darjeeling: রাতের ভারী বৃষ্টিপাতের ফলে দার্জিলিং-সহ আশপাশের পাহাড়ি অঞ্চলে একাধিক স্থানে ধস নেমেছে। তার জেরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পথে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ভ্রমণ পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক।
advertisement
1/5
টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত পর্যটনকেন্দ্র, জানুন
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: গতরাতের ভারী বৃষ্টিপাতের ফলে দার্জিলিং-সহ আশপাশের পাহাড়ি অঞ্চলে একাধিক স্থানে ধস নেমেছে। তার জেরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পথে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ভ্রমণ পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক।
advertisement
2/5
*প্রশাসনের তরফে জানানো হয়েছে, জননিরাপত্তার স্বার্থে সমস্ত পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। জনপ্রিয় দর্শনীয় স্থান যেমন টাইগার হিল, রক গার্ডেন সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
advertisement
3/5
*জেলা প্রশাসন ও পর্যটন দফতরের তরফে পর্যটক ও ট্রাভেল অপারেটরদের সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, "অত্যাবশ্যক না হলে পাহাড়ে ভ্রমণ থেকে বিরত থাকুন, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত যাতায়াত এড়িয়ে চলাই শ্রেয়।"
advertisement
4/5
*টানা বৃষ্টিতে পাহাড়ি ঢাল নরম হয়ে যাওয়ায় ধসের আশঙ্কা আরও বাড়ছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাস্তা পরিষ্কার ও স্বাভাবিক যাতায়াত ফিরিয়ে আনতে ইতিমধ্যেই উদ্ধার ও পরিস্কার অভিযান শুরু হয়েছে।
advertisement
5/5
*পর্যটন দফতরের এক আধিকারিক বলেন, "পর্যটকদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্রগুলি পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত পর্যটনকেন্দ্র, বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে বিস্তারিত জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল