TRENDING:

Sikkim Road Closed: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম! আটকে প্রচুর পর্যটক! সিকিমের কোথায় রাস্তা খোলা, কোথায় বন্ধ? জানুন

Last Updated:
Sikkim Road Closed: টানা বর্ষণের জেরে সিকিমের বিভিন্ন জেলায় ভূমিধস ও রাস্তা বন্ধের ঘটনা ঘটেছে। গ্যাংটক জেলায় বর্তমানে সব রাস্তা পরিষ্কার থাকলেও বাকি এলাকার পরিস্থিতি আশঙ্কাজনক।
advertisement
1/8
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম! আটকে প্রচুর পর্যটক! সিকিমের কোথায় রাস্তা খোলা, কোথায় বন্ধ?
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: টানা বর্ষণের জেরে সিকিমের বিভিন্ন জেলায় ভূমিধস ও রাস্তা বন্ধের ঘটনা ঘটেছে। সিকিম পুলিশ কন্ট্রোল রুমের সাম্প্রতিক রোড সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী, গ্যাংটক জেলায় বর্তমানে সব রাস্তা পরিষ্কার থাকলেও বাকি এলাকার পরিস্থিতি আশঙ্কাজনক।
advertisement
2/8
*পাকিয়ং জেলা: রিনক থেকে পেডং রোড কাটারে (পশ্চিমবঙ্গ সীমান্তে) বন্ধ রয়েছে। ২০ মাইল এলাকায়ও ভূমিধসের কারণে রাস্তা বন্ধ। তবে জেলার অন্য সব রাস্তা এখন পরিষ্কার।
advertisement
3/8
*মঙ্গন: মঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মঙ্গনে থেকে গ্যাংটক পর্যন্ত ফিদং রোড শুধুমাত্র হালকা যানবাহনের জন্য খোলা। তুং-নগা নতুন রাস্তা একাধিক স্থানে ধস ও সিঙ্কিং এলাকায় বন্ধ। ফিদাং-সাংকালাং রোড এবং সাংকালাং-শিপগেয়ার রোডেও ধসের কারণে চলাচল ব্যাহত। লাচেন ও লাচুংমুখী রাস্তাগুলিতে একাধিক জায়গায় বাধা। থাঙ্গু ও গুরুডোংমার যাওয়ার পথ এখনো বন্ধ রয়েছে। তুষারপাতের কারণে ইয়ুমথাং থেকে ডঙ্কেয়া লা পর্যন্ত রাস্তা গাড়ি চলাচলের অনুপযুক্ত।
advertisement
4/8
*নামচি: নামচি-রংপো রোড নামথাংয়ের কাছে বন্ধ। টেমি রোড স্যাম্পুটের কাছে বন্ধ। জোরেথাং-নন্দুগাঁওয়ের রাস্তায় ধস। রাভাংলা থেকে ইয়াংইয়াং যাওয়ার পথ গ্যাংলায় বন্ধ। বার্মিওক-ফিয়ংলা রোড বেতঘারে অবরুদ্ধ। তবে জেলার অন্যান্য রাস্তাগুলি সচল।
advertisement
5/8
*গিয়ালশিং: উত্তরে–চেওয়াভানজাং রোড সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ভালাউলয়ের কাছে রাস্তাটি কাটা পড়েছে, বাকি পরিষ্কার।
advertisement
6/8
*সোরেং: রেস্তি–জোরেথাং রোড পরিষ্কার। সোমবারিয়া থেকে সোরেং রোড রুমবুকে বন্ধ, গাড়ি ঘুরছে সাল্টিগোলার পথে। সোবারিয়া–নয়াবাজার রোড টাইটানিক পার্ক, দরামদিনে অবরুদ্ধ। অন্যান্য রাস্তা পরিষ্কার ও গাড়ি চলাচলের উপযোগী।
advertisement
7/8
*এনএইচ-১০ (NH-10) এবং শিলিগুড়ি সংযোগ: ২০ মাইল এলাকায় রাস্তা বন্ধ, গাড়ি চলছে সনওয়ে ঘুরে। পশ্চিমবঙ্গের অংশেও একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরুদ্ধ।
advertisement
8/8
*সিকিম পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে দ্রুত রাস্তাঘাট মেরামতের কাজ চলছে। নাগরিকদের সতর্ক থেকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim Road Closed: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম! আটকে প্রচুর পর্যটক! সিকিমের কোথায় রাস্তা খোলা, কোথায় বন্ধ? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল