TRENDING:

Darjeeling Toy Train: পুজোর আগে পর্যটকদের জন্য বিরাট চমক, ঐতিহ্যের পথে আধুনিকতার ছোঁয়া! মিলবে টয়ট্রেন পরিষেবা, জানুন বিস্তারিত

Last Updated:
Darjeeling Toy Train: পাহাড়ি ট্রেন ভ্রমণ নয়, এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে চা-বাগানের অভিজ্ঞতা। চা তোলা, কারখানা পরিদর্শন, চা স্বাদ নেওয়া—সব মিলিয়ে পর্যটকরা উপভোগ করবেন চা সংস্কৃতির অনন্য ছোঁয়া।
advertisement
1/6
পুজোর আগে পর্যটকদের জন্য বিরাট চমক, ঐতিহ্যের পথে আধুনিকতার ছোঁয়া! মিলবে টয়ট্রেন পরিষেবা
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে যুক্ত হল নতুন আকর্ষণ। শিলিগুড়ি–রংটং রুটে বিশেষ টয়ট্রেন চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। রবিবার দুপুরে শিলিগুড়ি জংশন থেকে প্রথম যাত্রা করল এই বিশেষ ট্রেন। যদিও উদ্বোধনী যাত্রায় ছিলেন কেবলমাত্র আমন্ত্রিত অতিথিরা, আগামী সপ্তাহ থেকে সাধারণ যাত্রীদের জন্যও খুলে যাবে এই ঐতিহ্যবাহী ভ্রমণের দুয়ার।
advertisement
2/6
*প্রতি সপ্তাহে শুক্রবার, শনিবার এবং রবিবার চলবে এই ট্রেন। ভাড়া নির্ধারণ করা হয়েছে রাউন্ড ট্রিপের জন্য ৭৫০ টাকা এবং একমুখী যাত্রার জন্য ৫০০ টাকা। যাত্রীরা রংটং স্টেশনে প্রায় চার ঘণ্টা বিরতি পাবেন, যাতে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় নিরিবিলি পরিবেশে।
advertisement
3/6
*শুধু পাহাড়ি ট্রেন ভ্রমণ নয়, এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে চা-বাগানের অভিজ্ঞতা। চা তোলা, কারখানা পরিদর্শন, চা স্বাদ নেওয়া—সব মিলিয়ে পর্যটকরা উপভোগ করবেন চা সংস্কৃতির অনন্য ছোঁয়া।
advertisement
4/6
*শুধু রংটং নয়, শনিবার থেকে চালু হয়েছে দার্জিলিং–ঘুম স্টিম স্পেশ্যাল (সকাল ৯টা ৩০) এবং কার্শিয়াং–মহানদী–কার্শিয়াং সানসেট স্পেশ্যাল (বিকেল ৩টা ৩০), ভাড়া রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা। রবিবার থেকে শুরু হয়েছে কার্শিয়াং–মহানদী–কার্শিয়াং সানরাইজ স্পেশাল (সকাল ৭টা ১৫) এবং কার্শিয়াং-দার্জিলিং বিশেষ ট্রেন (দুপুর ১২টা)।
advertisement
5/6
*ডিএইচআর ডাইরেক্টর ঋষভ চৌধুরীর কথায়, "ইতিমধ্যেই ব্যাপক পর্যটকদের আগ্রহ দেখা যাচ্ছে। পুজোর মরশুমে ভিড় আরও বাড়বে বলে আমরা আশাবাদী।"
advertisement
6/6
*ডিএইচআর-এর দাবি, এই উদ্যোগ পাহাড়ের ঐতিহ্যবাহী পর্যটনকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় মানুষেরও উপকারে আসবে। ট্রেন ভ্রমণের রোমাঞ্চ, পাহাড়ি প্রকৃতির মাধুর্য আর চা-বাগানের অভিজ্ঞতা মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন দিগন্ত, যা পর্যটকদের কাছে হয়ে উঠবে অবিস্মরণীয়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling Toy Train: পুজোর আগে পর্যটকদের জন্য বিরাট চমক, ঐতিহ্যের পথে আধুনিকতার ছোঁয়া! মিলবে টয়ট্রেন পরিষেবা, জানুন বিস্তারিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল